বিদেশে উচ্চ শিক্ষার জন্য ফেসবুকের কিছু গুরত্বপূর্ণ লিঙ্ক

S M Sarwar Nobin
2 min readAug 2, 2018

--

বিদেশে উচ্চ শিক্ষার কথা বলতেই প্রথমে আসে আমেরিকা/কানাডা/জার্মানির কথা বিশেষত প্রকৌশলীদের জন্য। আজকের দেওয়া লিঙ্কগুলো বাংলাদেশি সকল শিক্ষার্থীদের প্রায় সব দেশ সম্বন্ধে জানতে অনেক সাহায্য করবে অাশা করি।

প্রথমে আমার কাছে সবচেয়ে দরকারী হল EMK Center আর American Center ( এটা মূলত ইউএস অ্যাম্বাসির পেজ হলেও ইভেন্ট সেকশনটা আমেরিকান সেন্টারেরই)। এই দুটো জায়গায় গেলে আপনি বিনা পয়সায় আমেরিকাতে পড়ার প্রচুর রিসোর্স পাবেন। দুটো পেজেরই ইভেন্ট সেকশনে সবসময় আপডেট করা হয়। একবারে শুরু হিসেবে আপনি Activity A: US University Basic Application Process ও Activity B University Search Process এই দুটা সেমিনার এ যাবেন। ১ ঘন্টা করে দুটা সেমিনারে আপনি প্রাথমিক আইডিয়া পাবেন আমেরিকাতে পড়তে যাওয়ার। এছাড়াও এখান থেকে আপনি ব্যক্তিগত আলোচনার জন্য মেন্টরও পাবেন সেক্ষেত্রে আপনাকে ৫০০/- দিয়ে মেম্বারশিপ নিতে হবে / ১০০ টাকা করে পার সেশনের জন্য দিতে হবে। সবাই মূলত মেম্বারশিপই নেয়। অনেক সাহায্য,লাইব্রেরি, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়।

আমেরিকার পর এবার আসি পাশের দেশ কানাডা। কানাডিয়ান অ্যাম্বাসির আমেরিকান অ্যাম্বাসির মত শিক্ষার্থীদের সাথে তেমন সরাসরি যোগাযোগ নেই । তবে বেশ কিছু group আছে ফেসবুকে। যেখান থেকে আপনি বিনে পয়সায় ভাল সেবা পাবেন পোস্ট করলে। এবং যে কোন এজেন্সির থেকে বিশ্বস্ত তথ্য পাবেন। group টির লিঙ্কঃ www.facebook.com/groups/BSAAC/ তাদের ফেসবুক পেজও আছে। তাদের ওয়েবসাইট টি www.pbscu.ca/about.html । এখান থেকে প্রচুর তথ্য পাবেন।

এরপর আসি আরেকটি জনপ্রিয় গন্তব্য জার্মানি। group টির লিঙ্কঃ www.facebook.com/groups/BSAAG/ তাদেরও একটি ওয়েবসাইট আছেঃ www.germanprobashe.com এখান থেকেও অনেক তথ্য পাবেন।

তুরস্ক নিয়ে জানতে হলে চোখ রাখবেন Bangladeshi Students’ Association in Turkey নামের group এ। অনেক ভাল তথ্য পাবেন।

সুইডেন নিয়ে জানতে Bangladeshi incoming students in sweden নামক group এ চোখ রাখতে পারেন।

ফিনল্যান্ড নিয়ে Bangladeshi Incoming Students Finland নামক group এ চোখ রাখতে পারেন।

অস্ট্রেলিয়া নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন HigherStudyAbroad™ Australia Chapter এ।

জাপান নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন Bangladeshi Students Association in Japan এ।

ইউরোপের যে কোন দেশ নিয়েই কোন প্রশ্ন থাকলে Bangladeshi Students Association in Europe এ পোস্ট করতে পারেন। অনেক তথ্য পাবেন এখান থেকেও।

সবশেষ বলতে হয় বাংলাদেশী শিক্ষার্থীদের সবচেয়ে বড় group টি হল HigherStudyAbroad™ — Global Hub of Bangladeshis যেটি HSA নামেও পরিচিত। অনেক ডকুমেন্ট আছে তাদের group যা আপনাকে অনেক সহায্য করবে। তাদের ওয়েবসাইটটি হল www.higherstudyabroad.com । তাদের ইউটিউব চ্যানেলটিতে ( https://www.youtube.com/user/higherstudyabroad/ ) আপনি GRE, GMAT, TOEFL, IELTS এর ফ্রি অনেকগুলো লেকচার পবেন যা আপনার প্রস্তুতির জন্য বেশ ভাল ভাবে সাহায্য করবে।

এছাড়া আপনি উপরের দেশগুলোর group ছাড়াও বিভিন্ন দেশের group ফেসবুকে খুঁজে বের করতে পারেন Bangladeshi Students Association in [দেশের নাম]/ Bangladeshi Incoming Students [দেশের নাম] দিয়ে। প্রতেকটি জায়গা থেকেই উপদেশ নিবেন কিন্তু কোন অর্থ অবৈধ ভাবে লেনদেন করবেন না। যদি সহজে ফাঁজ তালে কোন কাজ করতে চান দেখবেন আপনিই বিপদে পড়ে গেছেন। অনেকেই বলে থাকবে TOEFL, IELTS ছাড়াও যাওয়া যায় বাইরের দেশে। ভুলেও বিশ্বাস করবেন না। কারণ সে দেশের ভিসা কোন ভাবে পেয়ে গেলেও দেখা যাবে সেখানে যেয়ে বড় পরিমাণ টাকা দিয়ে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি করায়ে দিছে সে বিশ্ববিদ্যালয়। মোটামুটি প্রায় সব দেশেই IELTS গ্রহণযোগ্য।

অাশা করি লেখাটি পড়ে অনেক উপকৃত হয়েছেন। শুভ হোক আপনার বিদেশে উচ্চশিক্ষার চেস্টা।

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet

Write a response