Abroad Life Series — 05 — একটি Paypal Account খোলার গল্প!!
--
সত্যি Paypal Account নিয়েও গল্প লেখতে হবে? হ্যাঁ Bangladesh নামক একটি বিচিত্র দেশটিতে Paypal এর কোন Activity নেই!! শুধু এই সমস্যার কারণে হাজারও Freelance Profession এর মানুষজনের চরম ভোগান্তিতে পোহাতে হয়। এই Paypal নিয়ে কত নাটক হল দেশে!! ভাই রে ভাই!! মাঝে মাঝে ব্যাপক হাসি পায়।
Paypal এর সাথে কবে থেকে পরিচয় তা বলা মুশকিল। সম্ভবত তা ১ যুগ হবে মনে হয়। অবৈধ ভাবে Bangladesh থেকে অনেক Paypal ব্যবহার করেছি। এবং অনেক ধরণের কাজও করেছি। আজ থাক সেসব গোপন!!
USA এর যেদিন ভিসা হাতে পেয়েছিলাম সেদিন ই সিদ্ধান্ত নিয়েছিলাম এবার আমি যেয়েই Paypal Account খুলব। তবে কিছু Document এর জন্য দেরী হল অনেকটা। অবশেষে Sep 12 তে খুলে ফেললাম তারপর Card order করতে আরেক ঝামেলা। আমি নাছোড়বান্দা! Paypal এর কল সেন্টারে ফোন দিয়ে প্রায় 60 মিনিট ধরে তাদের সাথে লেগে থাকলাম। তারা অনেক Document জমা নিয়ে শেষ মেষ সমাধান করতে পারে নাই। কারণ আমার সমস্যা সমাধান করতে যেয়ে তাদের System এ কিছু Breach ধরা পড়েছে। তারা সেসব সমাধান করতে Technical Department এ পাঠালেন তারপর আমাকে বলল কয়েকদিন অপেক্ষা করতে। তারপর সমাধান শেষে তারা আমাকে একটি মেইল পাঠালো যে আমি Card অর্ডার করতে পারব।
ব্যাস খুশি মনে কার্ড অর্ডার করে ফেললাম অবশেষে কার্ড হাতে পেলাম Sep 21 এ!! Paypal Card মেইল বক্সে পেয়ে খুশিতে নাচতে নাচতেই বাসায় ফিরলাম! হায় এটি Paypal Card!! Activate করে কার্ডটা নেড়ে চেড়ে দেখলাম ওহ আমার Paypal কার্ড!!
বলে রাখা ভালো এই Paypal Account ব্যবহার করতে দেওয়া নিয়েই কত যে অপমান! কত যে কথা শুনতে হয়েছে! তা মনে হয় লিখলে কয়েক শত পাতা হয়ে যাবে! ভাবা যায়!! আর ওদিকে মানুষজন Bangladesh Digital হয়েছে এই দাবী ই করে যাচ্ছে গত ১ যুগ ধরে!! তাও বছরে Billion Dollar পাচার হয় দেশ থেকে!! ভাবা যায়!! তাও সেসব জনগণের পকেট কাটা টাকা।
By the রাস্তা, Paypal এর Database এ আমি এখন United States এর Citizen!! সবাই সম্মান দিয়ে কথা বলবা এরপর থেকে ;P ;P (আসলে তাদের Bangladesh অপশন ই নেই তাই ই তাদের করার কিছু নেই।)
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_abroad_life দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা সবাইকে
#smsnobin77_abroad_life