Abroad Life Series — 06 — Story of a coffee maker who previously got 6 digit salary from GM

S M Sarwar Nobin
2 min readNov 16, 2021
Source: WordRidden

গত কয়েকদিন আগে এক Coffee Roasters কোম্পানির উদ্যোক্তার সাথে কথা হল। উনি আমার বিশ্ববিদ্যালয়েরই Computer and Information Systems এর শিক্ষার্থী ছিলেন। ভদ্রলোক General Motors এও চাকরি করে এসেছেন। সেখানে সে বছরে লাখ ডলার বেতন পেতো। সর্বশেষ সে HR হিসাবে ছিলেন ওখানে।

উনি জানাচ্ছিলেন তার শুরুর দিকের যাত্রার কথা। সম্ভবত 2017 এ উনি এই Coffee শপের ব্যবসা শুরু করেন। চাকরির করতে করতে উনার মনে হল নিজের একটা কিছু করার দরকার। ব্যাস ওনি উনার প্রিয় Coffee নিয়েই নেমে পড়লেন। উল্লেখও করলেন Low margin এর কথা।

তারপর ওনি Bank Loan এর ব্যাপারেও বললেন। যে শুরুর দিকে ওনাকে তেমন কোন Bank ই Loan দিতে চাচ্ছিলো নাহ। কারণ তারা Security Deposit চায়। তারপর অনেক কাঠখড় পোহায়ে উনি Loan যোগাড় করতে পেরেছিলেন।

এমনকি সে তার আশেপাশের লোকজনের কথাও উল্লেখ করলেন। যারা তাকে কফির ব্যবসা করতে দেখে কথা বলেছিলো। উনি এক পর্যায়ে এটাও বললেন General Motors এ থাকাকালীন তার অভিজ্ঞতা অর্জনের কথা। উনি উল্লেখ করেই বললেন যা অভিজ্ঞতা অর্জন করেছেন তা Million Dollar দিয়েও পরিশোধ করা যাবে। আর সেসব অভিজ্ঞতা আছে বলেই তার অনেক কাজ বা সিদ্ধান্ত নিতে ভুল হয় নাহ।

ওনার বক্তব্য শেষে আমি ওনাকে ২ টা প্রশ্ন করলাম।

১) আপনি এত Business থাকতে এই Low margin এর Coffee Business কেন করতে আসলেন?
- দেখ আমি আসলে Passion থেকে আসছি। আমার Coffee বানাতে ভালো লাগে। আমি চাই আমার Coffee খেয়ে মানুষ খুশি থাকুক। আরও বললেন যে কোন ব্যবসা Passion থেকেই করা উচিত। না হলে সেটায় তেমন ভালোবাসা থাকে নাহ।

২) আপনার আশে পাশে Starbucks, Macdonald’s, Stripe সহ অনেক Established brand আছে। কেন লোকজন আপনার Coffee খেতে আসবে? আপনার নতুনত্ব কি এতে?

- আসলে একটা মানুষ যখন প্রতিদিন Starbucks এ যায় আর একই ম্যানু পায় তখন এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যায়। আর আমি নতুন নতুন কিছু Flavour, Varity আনছি। আশা করি মানুষ Coffee খেয়ে নতুনত্ব পাবে।

সবশেষে বলব যারা Bangladesh এ বসে Bank Loan নাই, সরকারি সাহায্য দরকার, হেন নাই তেন নাই বলে ফেনা তুলো মুখে তাদের জন্য সমবেদনা রইল। পৃথিবীর কোন দেশেই ব্যবসা এত সহজ নাহ। ব্যবসা করতে বুদ্ধি, Passion, Networking, Problem solving mindset সব কিছুর ই দরকার।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_abroad_life দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

Medium এ ঢুকতে না পারলে VPN use করুন। Medium এ আমার সব লিখা পাবেন এক সাথেঃ smsnobin77.medium.com

S M Sarwar Nobin
MS Student (Computer Science) and Graduate Research Assistant,
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা সবাইকে
#smsnobin77_abroad_life

--

--

S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer