কম্বোডিয়া ও লাওসের স্টিকার ভিসার আদ্যোপান্ত
আমার এবার থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যই ছিল কম্বোডিয়া ও লাওসের স্টিকার ভিসার ব্যাপারে বিস্তারিত তাদের অ্যাম্বাসি থেকে জানা। কারণ আমার এর পরের পরিকল্পনা থাইল্যান্ড থেকে মাল্টিপল এন্ট্রি নিয়ে ৭-৮ টা দেশ ঘুরে ফেলা। এবং করবও তাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
এবার আসল কথায় আসি। প্রথমে কম্বোডিয়ার ভিসা নিয়ে বলা যাক।
আর Thailand এর Re-entry ভিসা অবশ্যক না এ দুটি দেশের ভিসা করার জন্য। আর থাইল্যান্ডে Suvarnabhumi Airport এর International departures 2 তে Re-entry ভিসা করা হয়। মানে যে দিন থাইল্যন্ড ত্যাগ করবেন সেদিন বোডিং পাস নিয়ে International departures 2 এ যাবেন ওরা করে দিবে। মাল্টিপল Re-entry ভিসার জন্য 3800 বাথ দিতে হয়। আর সিঙ্গেল Re-entry ভিসার জন্য ১২০০ বাথ।
কম্বোডিয়া ও লাওস দুটো অ্যাম্বাসিই একই জায়গায়। তাই এক সাথেই যাতায়াত নিয়ে বলে ফেলা যাক। আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছি। তাই বলতে পারেন সস্তায় কাজ সেরেছি।
আপনি ব্যাংককে যেখানেই থাকেন না কেন মেট্রো ধরে চলে আসবেন Huai Khwang এ। আর ব্যাংককে মেট্রো এ ম্যাপটি পেতে আপনি (Bangkok Metro Guide and MRT & BTs Route Planner) অ্যাপসটি নামায়ে নিতে পারেন।
এর পর Huai Khwang Metro Station থেকে বের হয়ে Hotel Swissôtel এর সামনে চলে আসবেন। দেখবেন Bus Stoppage আছে ছাউনী দেওয়া। এরপর আপনি 36A (ওদের লেখা থাকে 36n এর মত থাই অক্ষর)নম্বর বাস টিতে উঠে পড়বেন। ভাড়া নিবে ৮ বাথ। বলবেন Cambodia Embassy তে যাবেন। Embassy এর কাছেই এই ১৫-২০ হাত দূরত্বে নামায়ে দিবে। আর ব্যাংককে বাস মানে পাবলিক বাস ব্যবহার করতে চাইলে ViaBus apps টি নামায়ে নিতে পারেন। অনেক কাজে দিবে।
ছবির এই বাসটিতেই উঠে পড়বেন। একই রঙের অন্য নম্বরের বাসও আছে। তাই সাবধান!
কম্বোডিয়া: এবার আসি কম্বোডিয়ার ভিসা করতে কি কি লাগবে?
সকালে 8:30–11:30 পর্যন্ত জমা নেয়। আর 14:00–16:00 পর্যন্ত দেয়। আর এক দিনেই Cambodia ভিসা দেয়। যদি জরুরী ভিত্তিতে দেন। 1300 বাথ নেয়। ৩ মাস মেয়াদ থাকে। ৩০ দিনের জন্য অনুমতি দেয় থাকার।
www.evisa.gov.kh এখান থেকে ৩৬ ডলার দিয়েও ই-ভিসা পেতে পারেন।
আর হ্যাঁ Cambodia embassy থেকে বের হয়ে কাউকে বললেই Laos এর embassy দেখায় দিবে। ওরা Lao বলে।
Loas Visa:
লাওসের ভিসা ৭ দিন লাগায় দিতে। ১৮০০ বাথ নেয় ফি। কোন জরুরী করার উপায় নাই।
আর কাজ শেষ হলে রাস্তা পার হলেই Bus Stoppage সেখান থেকে আর 36A বাস ধরে Huai Khwang Metro Station এ তে চলে যেতে পারেন।
আমি অতি শীঘ্রই ফরম দুটি স্ক্যান করে এখান দিয়ে রাখব। আর embassy পর্যাপ্ত পরিমান ফরম থাকে সেখান থেকেও নিতে পারেন।