Chinese Government Scholarship-2020 তে আবেদনের গপ্প

S M Sarwar Nobin
4 min readDec 30, 2019

--

Beihang University, Beijing, China

Chinese Government Scholarship-2020 এটি মূলত Chinese Scholarship Council (CSC) নামে পরিচিত। এসব সরকারি বৃত্তির খবর শিক্ষা মন্ত্রালয়ের সাইটে সুন্দর করে দেয় প্রতিমাসে।

এবার আসি আবেদন করতে কি কি লাগল আমার।
বৃত্তির জন্য দুই জায়গাতে আবেদন করা লাগে। কোন জায়গায় বাদ দিলে হবে না।
১। scholar.banbeis.gov.bd/cscchina এটা মন্ত্রালয়ের পার্ট। এখানে নাম ধাম, কোন বিষয় গুলোতে আবেদন করতেছেন, IELTS/TOEFL স্কোর, school, college, university এর তথ্য দিতে হয়ে থাকে।
২। studyinchina.csc.edu.cn এটা চাইনিজদের পার্ট। এখানে দুটো Section থাকে Personal Details আর Application Information।
Personal Details: এখানে নিজের নাম ধাম দিবেন, নিজের যা যা আছে তা সব এখানে দিতে হবে।
Application Information: এখানে Type A select করতে বলা হয়েছে মন্ত্রালয় থেকে। ওদের বিজ্ঞপ্তিতেই বলে দিছে। আর এখানে Agency number হিসাবে 0501 দিতে হবে। এটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর পর language test score, Subject, University name এসব দিতে হয়েছে। আমি University খুঁজে নিয়ে বেশ উপরের সারির ৩ টা University দিয়েছি। রেংকিং দেখতে Usnews এর রেংকিং দেখেছি। আর দিয়েছি Beijing এর সব। আমার Beijing এ থাকার ইচ্ছা তাই।

এরপর কি কি Documents Upload করতে হবে তাতে আসি।
1. Passport Size Photo
2. Certificate of Highest Education (আমার ছিলো না। ট্রান্সক্রিপ্টের প্রথম পাতাই দিছি। আর Notary করে দিতে হবে যদিও এটা নিয়ে আমার দ্বিধাদন্দ আছে। আমি পরিস্কার না বিজ্ঞপ্তিতে।
প্রেসক্লাবের চারপাশে শত শত টেবিল নিয়ে বসে থাকে নোটারি করার জন্য। ৩-৫ পিস করতে হলে ২০ টাকা পার পাতা নিবে। আপনি দামা দামি করবেন। আমি সাভারের আফসার কটন মিলের সামনে এক উকিলের থেকে করে নিয়েছিলাম। বেটায় ৫০ টাকা করে নিছিলো। প্রেস ক্লাবের বাইরে অন্য এলাকার চিপা চাপা হলেই এমন দাম চাবে।)
3. Transcripts of Highest Education (Notarized Copy) (আমি রেজাল্ট হওয়ার সাথে সাথেই জরুরী হিসাবে তুলে রাখছিলাম)
4. Study Plan (এটি মূলত Statement of purpose হিসাবেই আমি লিখেছি। আমি ভুল করেছি এবার লিখতে বলছিলো ৮০০ শব্দ Master’s এর জন্য কিন্তু আমি পরে দেখছিলাম। সময় ছিলো না তাই আর ঠিক করতে পারি নাই। BSc পরীক্ষা শেষেই ১-২ পাতার sop লিখে ফেলা উচিত। কাজ দিবে।)

SOP তে নিচের বিষয় গুলো কভার করার চেস্টা করবেন। তাইলেই ভালো একটা SOP তৈরি হয়ে যাবে।
Some points that may help you answer this question:

  • Why have I chosen to apply to this programme?
  • What do I expect to gain from my studies?
  • Why does my background make me a suitable candidate?
  • How will the programme help me to achieve my goals?
  • How does your proposed study relate to a particular development challenge or need at the global, national, and/or local level?
  • How will you apply your new skills and qualifications when you return home?
  • What challenges would you expect to encounter while studying in a foreign country, and how could you prepare for these challenges?

5. Reference-I (আমিও এখানে ভুল করেছিলাম। আমার উচিত ছিলো পরীক্ষার পরই Reference রেডি করা। এবং তা ৩ জন শিক্ষক বা আপনি কারও সাথে কাজ করেছেন এমন কারও কাছে থেকে। কারণ অপ্রিয় হলেও সত্য আমাদের দেশে শিক্ষক রা নিজে লিখে দিতে পছন্দ করেন না। আর আপনি লিখে নিয়ে গেলেও তাদের পছন্দ না হলে দিবে না। হয়ত এর জন্য আপনার আবেদন করা ভেস্তে যেতেও পারে।
আমি ২ টা রেডি করেছিলাম। আমার প্লান হিসাবে ব্যাক আপ ছিলো আমার Mozilla Bangladesh এর এক ভাই। আমি ওনার থেকে লিখে নিয়ে রাখছিলাম একটা। উনি বেশ ইউনিক করে লিখে দিয়েছিল। আমার খুব পছন্দ হয়েছিল। আমি যেমন উনি তেমনই লিখে দিয়েছিলো।
আর একটা আমি আমার সুপারভাইজার জাহিদ স্যারের থেকে নিয়েছিলাম। যদি এরপর এটা নিয়ে কাজ করার ইচ্ছা আমার। ৩ টা রেডি করতে আমাকে। কোন কোন জায়গায় সর্বোচ্চ ৩ টা চায়। বেশি ভাগ জায়গাতেই ২ টা চায়।)
6. Reference-II
7. Passport home page
8. Physical Examination Record for Foreigner ( আমি আমার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে নিয়ে নিছি। এটা ফরম্যাট মন্ত্রালয়ের সাইটেই আছে। অনেক সময় ওরাই ফরম্যাট সাইটে দিয়ে রাখে। iccr র ক্ষেত্রে পাইছি আমি।)
9. English Language Proficiency Certificate
10. Other Attachments (এখানে Police Clearance Certificate এর সাথে Extra-curricular activities এর সব কিছু দিতে হত। কিন্তু আমি Extra-curricular activities এর কথা ভুলে গেছিলাম)

এই তো শেষ। আবেদন শেষ হয়ে গেলে Submit করে Application Form Download করে নিবেন।

আবেদন শেষ হলে বড় টাইপের (A4 Size) খাম কিনবেন দো‌কান থেকে Stationary দোকানে পাওয়া যায়। আমি ২ টাকা দিয়ে কিনেছিলাম।
এর পর খামে মন্ত্রালয়ের সিরিয়াল অনুসারে documents সাজিয়েছিলাম। খামের উপর সুন্দর করে নাম ধাম লিখে প্রিন্ট বা হাতে লিখে দিবেন।

Tracking no টা মন্ত্রালয়ের পার্ট থেকে পাবেন।
আমার এই ছবিটা দিলেই হবে। এটা পুরো বিশুদ্ধ। মন্ত্রালয়ের সাইটেই লেখা আছে এভাবে দিতে হবে। এরপর খাম আঠা দিয়ে বন্ধ করে জমা দিবেন। আর নোটারি কপি ছাড়া সব কিছুর ফটোকপি দিবেন। ভুলেও কিছু মেইন কপি দিবেন না।

ব্যাস সব শেষ হয়ে গেলে সকাল ১০ টার ভিতর সচিবালয়ে ২ নং গেটে ৯ নম্বর কাউন্টারে জমা দিয়ে আসবেন। আমি দিতে পারি নাই এখানে। সোমবারে গিয়েছিলাম। সোমবারে বন্ধ থাকে ৯ নং কাউন্টার আমি ৫ নং গেটের উপরের অফিসে জমা দিয়ে আসছিলাম। ওখানেও নেয়।

এই তো শেষ কাজ। আমি বাড়ি এসে ৯ ঘন্টার একটা ঘুম দিছি বিশাল। বৃত্তি পাইয়া গেছি তো ;P

মূলত সব সরকারি বৃত্তির আবেদন প্রক্রিয়া এমনই। শুভ কামনা সবার জন্য।

লেখকের পরিচয়:
S M Sarwar Nobin
(MSc শিক্ষার্থ, CSE, JU)
Facebook: www.facebook.com/smsnobin77
Twitter: twitter.com/smsnobin77

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

Responses (1)