FOSSASIA Summit 2019 এ স্পিকার হতে বা অংশ নিতে চান?

S M Sarwar Nobin
2 min readSep 19, 2018

--

Source: Facebook page of Fossasia

তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ লেখবো FOSSASIA Summit 2019 নিয়ে। এটা প্রতিবছরই হয়।
FOSSASIA মূলত Open Technologies নিয়ে কাজ করে। 2009 সালে Hong Phuc Dang and Mario Behling মিলে FOSSASIA প্রতিষ্ঠা করেন। FOSSASIA কাজের ভিতর Free and Open Source Software and Hardware বেশি পড়ে। ২০১০ সাল থেকে প্রতিবছর তারা সামিট আয়োজন করে আসছে।

আজ জানাব কি করে আপনি অংশ নিতে পারেন। আপনি তিন ভাবে অংশ নিতে পারেন স্পিকার হিসাবে, স্বেচ্ছাসেবক হিসেবে অথবা অংশগ্রহনকারী হিসাবে।

FOSSASIA Summit 2019 এর জন্য স্পিকার হিসাবে আপনি এখনও আবেদন করতে পারেন।

তারা যেসব সেকশনের জন্য স্পিকার খুঁজছেঃ
✅ Artificial Intelligence
✅ Blockchain
✅ Cloud, Containers and DevOps
✅ Database
✅ Kernel and Platform
✅ Tech Community
✅ Open Source Design
✅ Open Education
✅ Open Event Solutions
✅ Mobile Technologies
✅ Web Technologies

যেখানে রেজিস্ট্রেশন করতে হবেঃ https://eventyay.com/e/3689bc98/cfs/

কবে হবে?
Thursday 14th March থেকে Sunday, 17th March পর্যন্ত সিঙ্গাপুরে।

আরো বিস্তারিত তথ্যের জন্য তাদের ওয়েবসাইট https://2019.fossasia.org/ দেখতে পারেন। তাদের ফেসবুক পেজেও ঢু মারতে পারেন

https://www.facebook.com/fossasia/

শুধু অংশগ্রহনকারী হিসাবে অংশ নিতে চাইলে?
https://2019.fossasia.org/ থেকে টিকেট কিনতে পারেন।

স্বেচ্ছাসেবক হিসাবে অংশ নিতে চাইলে?
এটা এখনও শুরু হয়। তবে আশা করি শুরু হবে শীঘ্রই।

লেখকঃ গত বছর আবেদন করেছিল স্বেচ্ছাসেবক হিসাবে। তবে অজ্ঞাত কারণে আর যাওয়া হয় নি। আপনি যদি যেতে চান ২০১৯ সালে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। হয়ত আমিও যাব এ বছর। যদি spicejet ব্যবহার করে যাওয়া, হোস্টেলে থাকলে ৩০,০০০ টাকার ভিতর সম্ভব ঘুরে আসা।

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet

Write a response