Higher Study Series 01 — Funding option to study abroad from Bangladesh
--
বাংলাদেশের বাইরে তিন ভাবে পড়াশোনার জন্য যাওয়া যায়ঃ
1. Full fund
2. Partial fund
3. Self-fund
এর মধ্যে Full fund এর সবচেয়ে বেশি সুযোগ পাওয়া যায় US থেকে। অবশ্যই GRE লাগবে এজন্য। এর বাইরেও দু’চার জন পায় তারা বেশির ভাগ বাংলাদেশী প্রফেসর বা কারও রেফারেন্সে GRE ছাড়া পায়। এর বাইরে ব্যতিক্রম নেই।
আমার মতে পুরা পৃথিবীতে যত Full fund স্কলারশিপ আছে তার যোগফল US এর সমান।
অনেক সময় বিভিন্ন এজেন্সি চটকদার বিজ্ঞাপন নিয়ে বসে বিশেষত UK এর। 2000–5000 Pound এর স্কলারশিপের। আসলে UK এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেই এমনিতেই পাওয়া যায়। অটো দেয় অনেকটা। এসব শুধু মানুষ বোকা বানানোর অস্ত্র তাদের :)
কিছু দেশ আছে যাদের অনেক বিশ্ববিদ্যালয়ে Tuition fee নেই। Germany, Norway আছে এই লিস্টে। এর বাইরে পাওয়া অনেক টাফ।
আবার কিছু Scholarship আছে Canada এর। যারা স্কলারশিপ দিলেও ওই পরিমান Bank Solvency দেখাতে বলে। তারা Fund এর নিশ্চয়তা দেয় না, যেভাবে US দেয়। আবার এসব শর্ত ছাড়াও আছে কিছু। সেটা হাতে গোণা, খুবই নগন্য।
আর US বা যেকোন জায়গার Full Fund স্কলারশিপও এত সহজ না। একটা উদাহরণ দেইঃ আমি এক জায়গায় আবেদন করব full fund পেতে। সেখানে দুজন প্রফেসর, একজন gradudate co-ortiantor মিলে এখন পর্যন্ত মেইল চালাচালি করেছি 70+!! ভাবেন এখন!!! কত রকমের ডকুমেন্ট প্রস্তুত করতে হয়েছে তা অগণ্য।
আশে পাশে প্রচুর মানুষ আছে যারা বাবার বা নিজের টাকা বিদেশে পড়তে যায় কিন্তু ভাব নিতে মানুষের কাছে বলে full scholarship এ যাচ্ছি। এসব মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। Full fund এ F অক্ষর লেখার মত পরিশ্রমও তারা করেন নাই :) এবং তারা কিভাবে full scholarship যোগাড় করতে হয়, তার বিন্দু মাত্রও জানে নাহ।
শুভ কামনা
ও শ্রদ্ধা, সেসব Scholarship holder দের যারা হাজারও পরিশ্রম করে একটা Full fund যোগাড় করে :)
মাঝে মাঝেই আমি পোস্ট করি বিভিন্ন Acceptance letter এর। অধিকাংশই Self fund এর। তবে আবেদন ফি নেই সেগুলোর। কেন করি? সে গল্প আরেকদিন করব। নিতান্তই মজা নিতে! কখনোই নাহ। তাহলে ভাব নিতে? হ্যাঁ হতে পারে!! গাধারা সেসব বুঝবেও নাহ। বুদ্ধিমানরা ঠিকই বুঝতে পারে।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study