Higher Study Series 02 — Application process in abroad for Master/PhD

S M Sarwar Nobin
3 min readOct 26, 2021

--

বাংলাদেশের বাইরে Master/PhD তে দু’ভাবে আবেদন করা যায়।

১) Free তে।

২) Fee payment করে।

বেশ কিছু দেশের বিশ্ববিদ্যালয় ও কিছু টেকনিক নিয়ে আলোচনা হোক আজ।

Photo: Collected

১) Estonia: এ দেশের সব বিশ্ববিদ্যায়ে Master প্রোগামে প্রতি বিষয়ে আবেদনের ফি 50–100 Euro। PhD তে প্রফেসর ফ্রি বা ফিও থাকতে পারে।

২) Netherlands: আবেদন ফি এখানেও 100 euro করে প্রতি বিষয়।

৩) Sweden: এখানে আপনি 100 euro এর বিনিময়ে 4 টি বিষয়ে আবেদন করতে পারবেন। এখানে আবেদন Centrally করতে হয় universityadmissions.se এর মাধ্যমে।

৪) Germany: এখানে Uni-assit দিয়ে প্রথম বিষয় 75 euro পরের গুলো 25 Euro। তবে জার্মানিতে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ফ্রিতে আবেদন করা যায়। এটা আপনাকে daad.de থেকে খুঁজে নিতে হবে। তবে কিছু বিশ্ববিদ্যালয়ে Hard copy পাঠাতে হয় আবেদনের। এজন্য DHL এ দিতে পারেন। খরচ পরে 2440/- প্রায়।

৫) Italy: এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন রেটে হয়। আমি 15 euro — 50 euro ও পেয়েছি আবেদন ফি।

৬) France: এখানে কিছু বিশ্ববিদ্যালয় খুঁজলে ফ্রিতে আবেদন করা যায়। তবে এসব একটু খুঁজে বের করতে হবে।

৭) England: চমৎকার বিষয় হল এদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ফ্রিতে আবেদন করা যায় ucas.com বা তাদের নিজেদের সাইটে।

৮) Canada: প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ফি লাগে। এটা বিভিন্ন পরিমানে হয়।

৯) US: USA তে সবচেয়ে মজার বিষয় হল প্রফেসর বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির কাছে যদি বলেন আমি দরিদ্র বা আমার সমস্যা ফি দিতে তারা Coupon code দেয়। এটা অনেকেই দেয়। আবার অনেক জায়গাতে পাওয়া যায় না। আমার দেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি $30-$100 হয়ে থাকে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রিতেই আবেদন করা যায়। তবে এটা খুঁজে বের করতে হয়। তবে PhD এর জন্য বেশির ভাগ ক্ষেত্রেই প্রফেসর Coupon code দিয়ে দেয়।

১০) Hungary: ফি আছে। তবে ফ্রি পাওয়া কষ্টকর এখানে। যেমন University of Debrecen এ ফি 100 euro প্রতি বিষয়ে।

এসব দেশের বাইরে বিভিন্ন নামজাদা Scholarship এ ফ্রিতে আবেদন করা যায়। যেমন Erasmus, stipendium hungaricum, daad, iccr, ADB scholarship, turkiye burslari, turkiye-IsDB, IsDB, Mext, CSC, brunei darussalam সহ আরও অনেক আছে। আবার EIT Digital এ 75 Euro লাগে! তাও ওদের ব্যাংকে পাঠাতে হয়! সব কিছুই আসলে নির্ভর করে। EIT Digital এ গত বছরও ফ্রি ছিলো।

তবে বেশি ভাগ দেশেই Phd তে প্রফেসর ম্যানেজ করলে ফ্রিতে আবেদন করা যায় বা তারা একটা ব্যবস্থা করে দেন।

আবেদন ফি কিভাবে দিবেন?

আমার মত মাফিয়া ডনের কাছে চলে আসতে পারেন =D

আর না হলে EBL এর Aqua কার্ড করতে পারেন। তবে দেশী যে কোন কার্ডে হাজারও সমস্যা থাকে। আপনার একটাতে আবেদন করতেই ইচ্ছা শেষ হয়ে যাবে। আর আমার কাছে এক ক্লিকেই পেমেন্ট হয়ে যাবে :) No tension! Only ফুরতি =D কারন বিদেশী কার্ড :P

আমার তথ্য গুলো শুধু একটা ধারণা দিতে। আশা করি উপকারে লাগবে।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

Responses (1)