Higher Study Series 03 — Application process for ICCR Scholarship

S M Sarwar Nobin
3 min readOct 26, 2021

--

আজ সকাল সকাল ICCR (Indian Council for Cultural Relations) Scholarship এর উপর লিখতে মন চাইল! যেই ভাবা সেই কাজ। চলুন শুরু করি।

Photo: Collected

আমার ICCR নিয়ে উন্মাদনা সেই 2013 সাল থেকেই, যখন আমি H.S.C. শেষ করেছি সবে মাত্র। কিন্তু তখনকার দিনে হার্ড কপি ‌+ সত্যায়িত করার ঝামেলায় আর আবেদনও করা হয় নাই। স্বপ্ন ওখানেই শেষ। তবে এখন আর সেই যুগ নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন করে ফেলতে পারবেন।

আমি আজ মূলত Post graduate/Master প্রোগামের ব্যাপারেই লেখব। phd/Undergrad প্রায় একই ধরণের।

আবেদনের লিঙ্কঃ a2ascholarships.iccr.gov.in

শেষ সময়ঃ 30 শে এপ্রিল, 2021

চলুন এবার জেনে নেই কি কি লাগবেঃ

১) অ্যাকাউন্ট খুলুন নিজের সব ডাটা দিয়ে।

২) তারপরে ধাপটি বুঝে শুনে করুন। এখানে 5 টি বিষয় Choice list থেকে দিতে হবে। তাই ওদের সাইট থেকে University list থেকে আগেই বিষয় গুলো খুঁজে বের করুন। এবং Google এর সাহায্য নিয়ে দেখুন আপনার পছন্দের বিষয়গুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে। আমি বলব আপনি University list এর সব ট্যাব দেখুন। এবং সাধারণ list এ যে 94 টা বিশ্ববিদ্যালয় আছে সব গুলোই দেখুন। আপনার পছন্দের বিষয় পেয়ে যেতে পারেন। (এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। সময় নিয়ে করুন)।

আমি নিজেও তাড়াতাড়ি করতে গিয়ে সব গুলো দেখি নাই। এজন্য মিস করে ফেলেছি। যদিও একবার জমা দিলে আর Edit ও করা যায় নাহ। তাই সাধু সাবধান :)

এ ধাপে একটি Essay ও লিখতে হবে ৫০০ শব্দের মাঝে। তবে আপনি প্রথম Topic টিই নির্বাচন করতে পারেন এবং ওটাকে আসলে বলে SOP/Motivation letter। যতটা সম্ভব নির্ভুল English লিখুন।

আর ছবিটা png format এ upload করবেন ওদের দেওয়া মাপে। ICCR এ সাইটটা responsive না। তাই ছবি আপলোড এ সমস্যা হতে পারে তাই আপনার PC এর resolution 1680 * 1050 সেট করে দিন। তারপর browser জুম করে 110 সেট করুন। সমস্যা সমাধান হয়ে যাবে। তবে আমি অবশ্য Inpect element করে সমস্যার অংশটুকুর কোড Delete করে দিয়ে সমাধান করেছিলাম।

তবে এ বছর নতুন সংযোজন হিসাবে তারা TOEFL, IELTS, Doulingo এর স্কোরও দিতে বলছে যদিও তা optional।

৩) Education Details এ আপনার SSC, HSC, BSC এর বিস্তারিত দিন।

৪) Other details এ ২ জন ব্যক্তির Reference দিতে হবে। Professor এর টা দিতে পারেন।

৫) Documents এ আপনার SSC, HSC, BSC এর Transcript দিয়ে দিন। এখানে NID, Passport এর কপিও দিতে হবে। BSC certificate, IELTS/TOEFL score ও others এ দিয়ে দিতে পারেন। Medical Certificate এর জন্য পরিচিত কোন ডাক্তারের থেকে নিয়ে নিন। অপরিচিত হলে ঝামেলা করবে নিশ্চিত।

এসব Formality এর বাইরে কিছু কথা।

এবছর COVID এর জন্য অনেকেই ধারণা করছেন High commission প্রতি বছর English proficiency test এর জন্য যে পরীক্ষা টি নিয়ে থাকে তা এ বছর নাও নিতে পারে। হয়ত এ জন্যই Essay ও Language Test score চেয়েছে। তাই বলে আপনার IELTS/TOEFL না থাকলে আবেদন করবেন না। এটা করেন না। আবেদন করুন।

আর Subject selection, University selection আর ভালোভাবে ফরম পূরণই একটা পরীক্ষা। তারা এর ভিতর থেকে সর্টলিস্ট করে পরীক্ষার জন্য ডাকে। তাই সময় নিয়ে ফরম পূরণ করুন। আর এ বছর কি হবে তা এখনও কেউ জানে না। তাই গুরুত্ব সহকারে ফরম পূরন করুন। আর University ranking check করতে nirfindia.org/2020/Ranking2020.html এই সাইটটি চেক করতে পারেন। অনেক সাহায্য পাবেন। অনেক বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিং wiki তেও থাকে নাহ।

Official Circular দেখতে চাইলে Indian High commission Dhaka এর website চেক করুন।

শুভ কামনা সকল আবেদনকারীকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে সোনায় সোহাগা! মেডিক্যাল সেন্টারে গিয়ে ডাক্তারের কাছে স্কলারশিপের কথা বললেই দিয়ে দিবে।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet