Higher Study Series 04 — IELTS এর প্রস্তুতি কিভাবে নিব?

S M Sarwar Nobin
4 min readOct 26, 2021

--

গত মঙ্গলবারে নোটারি করতে প্রেসক্লাব যাই। ওখানে এক উকিলের চেম্বারে (আসলে ওনারা ভিসা প্রসেসিং এর কাজও করে) এক মধ্য বয়সী মহিলা আসছেন IELTS কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়? ওখানে আরেকজন কেও দেখলাম যিনি IELTS রেজিস্ট্রেশন করে নিচ্ছেন।

Photo: Collected

এসব দেখে আমি ভাবলাম IELTS রেজিস্ট্রেশন যদি নিজে না করতে পারে তাহলে সে কিভাবে IELTS এর মত কঠিন পরীক্ষা দিবে!! আর কিছুদিন ধরেই অনেকেই বলে আসছিলো IELTS এর উপর একটা কিছু লিখতে। তাই আজকের লেখা।

IELTS এর প্রস্তুতি যেভাবে শুরু করবেনঃ

Cambridge IELTS সিরিজের এর 8–15 পর্যন্ত বই টানা practice করবেন। এটাতে ১-২ মাস সময় তো লাগবেই। তবে হ্যাঁ Practice এর কিছু কলা কৌশল আছে। same pattern এর সব গুলো প্রশ্ন সমাধান করবেন আর Google Doc/কোন খাতায় চার্ট করে নিজের progress দেখবেন।

IELTS এ 7+ score করতে চাইলে ‌এবং English এ একটু দুর্বল হলে Test plus সিরিজের 1–3 এ 18 টি টেস্ট আছে সেসবও সমাধান করতে পারেন। Test plus হল Cambridge এর Standard থেকে কিছুটা কঠিন। তবে পরীক্ষায় সর্বোচ্চ Test plus লেভেন কঠিন প্রশ্ন আসে কপাল খারাপ হলে।

এই দুটো সমাধান করলেই 7+ পাবেন বলে আশা করি। যদি মাথায় কিছুটা বুদ্ধি সুদ্ধি থাকে।

এরপরও আরও Practice করতে চাইলে ieltsonlinetests.com, ielts-mentor.com, ieltsbuddy.com এসবও দেখতে পারেন।

এছাড়া Youtube এ E2 IELTS, IELTS Liz সহ বিভিন্ন চ্যানেল আছে দেখতে পারেন।

Teacher/Coaching করবেন কিনা?

আপনি নিতান্তই দুর্বল হলে অবশ্যই করবেন। কে কি বলল তাতে যায় আসে নাহ। আমার থেকে সাজেশন চাইল বলব GREC বেশ ভালো। এছাড়াও Mentors, Wings, FutureEd সহ অনেক আছে। তবে আপনি কোচিং এ না যেয়ে personal কোন টিচারের ব্যাচেও যেতে পারেন। এজন্য যারা আগে IELTS দিয়েছে তাদের কাছে জিঙ্গাসা করতে পারেন। কিংবা আমার কাছেও বলতে পারেন।

Mock Test দিবেন কিনা?

অবশ্যই দিবেন। এবং মিনিমাম 4 টা মত তো দিবেনই। 6.5–7+ স্কোর করতে চাইলে মকের বিকল্প নাই। এজন্য GREC, Wings, Mentors, FutureEd এসবে দেখতে পারেন। GREC এ 4 টা মক 2500/-, 7 টা 4000/- এর প্যাকেজ আছে। Wings ও বেশ ভালো তবে তাদের মকের দাম কিছুটা বেশি। কিংবা আমার কাছেও জিঙ্গাসা করে নিতে পারেন দেওয়ার আগে।

Registration কিভাবে করবেন?

Paper-based exam দিতে চাইলে অবশ্যই 1 মাস আগে করবেন। এজন্য IDP/British Council এর অফিসে গেলেই তারা করে দিবে। অথবা আপনি অনলাইনেও নিজে পেমেন্ট করে করতে পারেন বাড়ি বসে।

britishcouncil.org.bd/en/exam/ielts/book-test এখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে Registration করে নিতে পারবেন নিজে নিজেই। যে কোন কার্ড বা বিকাশে পে করা যায়। এটা idp.com/bangladesh/ielts/online-test-registration/ এর লিঙ্ক। IDP/British Council দুটো একই। যেটায় ইচ্ছা পরীক্ষা দিতে পারেন। ভালো প্রস্তুতি থাকলে আপনার স্কোর কেউ ঠেকাতে পারবে নাহ।

তবে Computer Based exam দিতে চাইলে ১০-১৫ দিন আগেও করতে পারেন Registration।

Paper & Computer-based exam এর মধ্যে পার্থক্যঃ

Paper & Computer এর পার্থক্য কিছুই নাহ। আবার অনেক কিছুই। Computer based এ Reading Section এ পাতা উল্টাতে হয় নাহ। বাম পাশেই প্রশ্ন থাকে। Writing এ Word count দেখায় মনিটরে। এসব সুবিধাই আর কি। তবে এমনিতে কোন বাড়তি সুবিধা নেই। Speaking দুটোতেই কোন টিচারের সামনে দিতে হবে, TOEFL এত মত মনিটের দেওয়া যায় না Computer Based এ।

কত দিন সময় নিবেন?

বাংলা মিডিয়াম ‌+ English movie, song, podcast এসব শুনার অভ্যাস না থাকলে ধরে নিতে পারেন আপনি আমার মত খ্যাত। আপনার যদি 6.5–7+ করার ইচ্ছা থাকে তাহলে মিনিমাম ৩-৪ মাস সময় নিন। যদি সম্ভব হয় ৪-৫ মাস সময় নিন। আর যদি আপনি English এ খুব ভালো হয়ে থাকেন তাহলে আপনি ৭-১৫ দিনেও 7 স্কোর করতে পারবেন। মানুষের সাফল্য দেখে হতাশ হওয়ার কিছু নেই। সময় বেশি লাগতেই পারে।

আমার দেখা এমনও Student আছে যারা ৭ দিনের প্রস্তুতি নিয়ে প্রথম বার 5, পরের বার 2–3 মাসের প্রস্তুতি নিয়ে 6.5 পেয়ে আসছে। আবার অনেকে ৭ দিনের প্রস্তুতি নিয়ে প্রথম বারই 6.5 পাইছে।

কিছু উপদেশঃ

১) ভালো শিক্ষকের কাছে মক দিবেন যিনি ৫-৭ বছর ধরে IELTS এর সাথে আছে।

২) নিয়মিত Practice করবেন। নিয়মিত দেখবেন আপনার Listening, reading এ কেমন আসছে।

৩) Speaking এ stammering হলে একজন partner যোগাড় করুন। মিনিমাম ২-৩ মাস practice করুন। মিনিমাম ১০ টা মক দেন।

৪) Writing এ ভালো করার জন্য শেষ এক মাসের জন্য Grammarly এর Premium Subscription কিনে লেখা চেক করতে পারেন। অথবা ৮-১০ টা মক ভালো টিচারের কাছে দিলেও অনেক টাই উন্নতি হবে।

আমার IELTS score কত?

এটা না বললে আবার জাতে উঠা যায় না! হ্যাঁ আমার IELTS score 6.5(LW — 6, RS — 6.5) তবে আমি অসুস্থ ‌+ সময় কম পেয়েছিলাম কিছুটা, তাই অতটা ভালো প্রস্তুতি নিতে পারি নাই। আর আমি English এ Speaking, Writing এ মোটামুটি ভালো হলেও Listening, Reading এ অনেক বাজে ছিলাম।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet