Higher Study Series 07 — IELTS/TOEFL কোনটা কার দেওয়া উচিত?

S M Sarwar Nobin
3 min readOct 25, 2021

--

এই সপ্তাহের আজকের পর্বে আলোচনা করব IELTS ও TOEFL নিয়ে। কোনটা কার দেওয়া উচিত।

Photo: Collected

(প্রথমেই বলে নিচ্ছি আমার লেখাটি গ্রাম থেকে আসা তথা কথিত ক্ষ্যাত শিক্ষার্থীদের জন্য। এলিটদের জন্য নাহ)

অপ্রিয় কিছু সত্য বলতে চাই। আমরা বাংলাদেশী। আমাদের ছোট কাল থেকে English শব্দটা পরিচয় করানো হয় একটা Subject হিসাবে, কোন Language হিসাবে নাহ। তাই দুঃখজনক ভাবে ছোট কাল থেকেই আমাদের ইংরেজি ভীতি কাজ করে। আমরা ইংরেজি সিরিয়াল, সিনেমা দেখতে তেমন অভ্যস্ত না, যতটা না আমরা হিন্দি সিরিয়াল, সিনেমা দেখি।

আর আরেকটি প্রধান কারণ আমাদের দেশে ইংরেজী ভাষা মনে করে ছোট বেলা থেকে শিক্ষা না দেওয়ার ফলে Primary school থেকে University পর্যন্ত সকল পর্যায়ের প্রায় বেশির ভাগ শিক্ষকগণেরও যথেষ্ট ইংরেজিতে দুর্বলতা আছে। তারাও গরুর পিটায়ে মুখস্ত করিয়ে ইংরেজি শিখায়!! মনে হয় পৃথিবীর গুটিকয়েক দুর্বল শিক্ষা ব্যবস্থার দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। যে দেশে 12–16 বছর ইংরেজি পড়েও আমাদের চিন্তা করতে হয় IELTS/TOEFL কোনটা দিব? কোনটা সহজ হবে?

আসলে এসব কষ্টের কথা বলে লাভ নেই। বিদেশে উচ্চশিক্ষার জন্য বা অভিবাসী হওয়ার জন্য Language Test বাধ্যতামূলক। এবার আসল গল্পে আসি। কি, কেন, কিভাবে কোনটা দিব?

IELTS/TOEFL এর মধ্যে প্রধান পার্থক্য হল আমাদের দেশে দেশে Mock test বা কোচিং যেটায় বলুন না কেন IELTS যেভাবে প্রভাব বিস্তার করে আছে TOEFL সেভাবে নেই বললেই চলে। আপনি চাইলেই সহজে কোথাও TOEFL এর mock test দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন নাহ। আর এ দিক থেকে IELTS এর জন্য বিশেষত ঢাকা শহর থেকে মফস্বল শহরেও IELTS এর বিভিন্ন কোচিং সেন্টারের ব্যানার দেখা যায়।

আর বিশেষত যাদের ইংরেজি নিয়মিত শোনার বা বলার অভ্যাস নেই তাদের Mock test এর বিকল্প নেই। তাই এসব দুর্বলদের জন্য IELTS দিয়েই উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু করার উচিত বলে আমি মনে করি। আর GRE এর verbal বেশ উচ্চ শ্রেণীর ইংরেজি, তাই প্রথমে শুরু করলে কিছুটা হতাশ হয়ে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন ধুলিসাৎও হতে পারে।

কিভাবে IELTS এর প্রস্তুতি নিব সে নিয়ে আমার একটি পর্ব আছে সেটি দেখে নিতে পারেন। পর্ব — ০৪/04

এবার আসি কিছু কারনে।
১) Europe এর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিংবা জনপ্রিয় Erasmus বৃত্তি সহ তাদের অনেকেরই minimum requirement থাকে 6.5, সেক্ষেত্রে তারা অনেক সময় TOEFL এর জন্য minimum requirement 93–97 ও বেঁধে দেয়। কিন্তু আসলে Standard অনুযায়ী 79 ই IELTS এর সম পরিমান 6.5 হওয়ার কথা। তারা সেটা মানে নাহ। অনেকেই এ কাজটি করে থাকে।
২) আবার উল্টা চিত্র USA তে। তাদের অনেক বিশ্ববিদ্যালয়ই 93/92 কেই 7 বলে ধরে নেয়। যদিও এটি Standard অনুযায়ী তাই ই হওয়ার কথা।

তবে TOEFL এ 90+ করাটা বেশ কঠিন হয়ে পড়ে বেশির ভাগ বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য। সে তুলনা IELTS এ 6.5 তোলাটা অনেক ডাল ভাত। TOEFL এ 79–92 এর ভিতর স্কোর করলে যে আপনার চলবে না তা নয়। সেটা দিয়েও অনেকে USA তে ফুল ফান্ড পাচ্ছে।

তবে আপনার CGPA যদি 3.5+/4.00 হয়ে থাকে আর আপনার ইংরেজি ভীতি থাকে বিশেষত Writing, Speaking নিয়ে। তাহলে আপনি সরাসরি IELTS দিয়ে শুরু করতে পারেন। এতে আপনি Europe এর বিভিন্ন দেশে আবেদন করতে থাকলেন আর এর ভিতর GRE এর প্রস্ততি নিয়ে USA তেও চেস্টা করতে পারবেন। তবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনার যদি CGPA — 3.5+ এবং IELTS — 6.5 থাকে তাহলে হয়ত ইউরোপেই কোথাও বৃত্তি পেয়ে যেতে পারেন MS/PhD তে।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet