Higher Study Series 08 — কোথায় GRE/IELTS/TOEFL এর কোর্স করব বা মক দিব?

S M Sarwar Nobin
4 min readOct 25, 2021

--

এই পর্বটি শুধু জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্যই লিখলাম। বলতে পারেন বিশেষ পর্ব। প্রচুর নক পেয়েছি ভাই কোথায় GRE/IELTS/TOEFL এর কোর্স করব বা মক দিব? (পুরো পোস্ট টি কোন Sponsored নয়, সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লেখা। নিশ্চিন্তে পড়তে পারেন)

Photo: Collected

প্রথমেই আসি IELTS এর কোর্স নিয়েঃ

bohubrihi.com/product-category/higher-study/ তে IELTS Academic Test: Complete Preparation নামে কোর্স আছে। মূল্য 4500/- ছাড় থাকে সব সময়। এখন 50% ছাড় চলে। তাও কোর্সের মূল্য 3000/- এর আশেপাশেই পরে। তবে আমি কোর্সটি কিনেছিলাম। তেমন উপকার পাইনি।

এছাড়া ostad.app, interactivecares-courses.com সহ অনেকেরই আছে।

British Council এও আছে IELTS এর কোর্স। তবে তাদের কোর্সগুলো খুবই শর্ট হয়ে থাকে আর বেশ ব্যয় বহুল। এবং আমার পছন্দ হয় নাই। আমি সম্ভবত 2014 সালে British Council এ কোর্স করেছিলাম।

আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে বা আমি নিজেও কোর্স করেছি তা হলঃ https://www.facebook.com/groups/ieltsbasictopro/ এ Engr Shishir Banik Shuvo ভাই করান। বর্তমানে 4000 টাকায় কোর্স zoom এ করান। 24 টি ক্লাস নেন। এর ভিতর মকও থাকে কয়েকটা। আর ওনি প্রচুর গুছিয়ে পড়ান। ওনার অনলাইন ব্যাচে সর্বোচ্চ 8–10 জন শিক্ষার্থী থাকে। ওনার কথা শুনলে আর ৩-৪ মাস সময় দিলে 6.5/7+ স্কোর করা ব্যাপার নাহ।

আর আমার কথা ভাইয়ের কাছে বললে তো আলাদা খাতির করতে ভুলবে নাহ। ভাই অনেক ভালো মানুষ। কোর্সের বাইরেও সে সময় দেয় শিক্ষার্থীদের।

IELTS এর মক কই দিবেনঃ
মক দেওয়ার জন্য Engr Shishir Banik Shuvo ভাই সবচেয়ে ভালো। ওনার কাছে যা পাবেন ফাইনালে হয়ত 0.5 হেরফের হবে, না হওয়ারই চান্স বেশি থাকে। আমরা একসাথে ৪ জন জাবিয়ান মক দিয়েছিলাম। তিন জন 6.5, একজন 6 পেয়েছিলাম। আর ওনার এটা প্রায় 10–11 বছরের অভিজ্ঞতা। ইভেন ওনি IELTS এর জন্য Certified trainer দের মধ্যে একজন। ওনার কাছে Physical ভাবে GREC এ বা অনলাইনে মক দিতে পারেন। তবে আমি Physical ই পছন্দ করি বেশি। ওনার সাথে যোগযোগ করে নিয়েন। ওনি লালমাটিয়াতে নেন।

এর বাইরে আপনি চাইলে Wings, FutureEd, Mentors এ দিতে পারেন। তবে Mentors এর মান অনেক বাজে করে ফেলছে এখন।

এবার GRE নিয়ে বলিঃ
interactivecares-courses.com/courses/complete-gre-preparation/ এটার মূল্য মাত্র 499 টাকা। Rafeed Rahman Turjo ভাই করান। ওনি Brac এর শিক্ষক। EMK Center এও ওনি কোর্স করিয়েছেন। তবে ওনার কোর্সটা শর্ট কোর্স। আমি নিজেও করেছি। প্রচুর রিসোর্স দিয়ে দেন ওনি। নিজেকে পরিশ্রম করতে হবে। Kindergarten এর মত ধরে ধরে শিখান নাহ।

bohubrihi.com/product-category/higher-study/ তে শুধু GRE Verbal & Analytical Writing Preparation এজন্য Zihad Azad নামে একজনের কোর্স আছে। ওটার ফিও 3000 টাকা। ছাড় থাকে কিছু সবসময়ই।

তবে GRE এর জন্য Best কোর্স হচ্ছে magoosh.com এটা বিশ্বসেরা। কোন কথা হবে নাহ। পুরা সমাধান করলে কেউ 300+/310+ পাওয়া ঠেকাতে পারবে নাহ। তবে এটার ফি $149 তা 6 মাসের জন্য। তবে আমার কাছে থেকে referral code দিয়ে কিনলে $111 ডলার বা কিছু কমে পেতে পারেন। বা কারও অ্যাকাউন্ট আছে এমন কারও থেকে referral code নিতে পারেন।

তবে আমার মতে আপনি interactivecares এর Turjo ভাই কোর্স কিনে 1–2 মাস পড়েন তারপর Magoosh কিনেন যদি ইচ্ছা থাকে। Magoosh টা শেষ সময় কিনবেন ঠিক 2–3 মাস আগে। তাহলে টাকাটা উশুল হবে।

TOEFL এর কোর্স তেমন কোথাও নেই তবে। আপনি Interactive Cares এ দেখতে পারেন। তারা এখন ছাড়ে 800/- করে সেল করছে। আর আমার জানা মতে TOEFL এর কোন মক কোথাও দেওয়া যায় নাহ।

এর বাইরে যদি আপনি বিনামূল্যে করতে চান তাহলে আপনি EMK Center, US embassy এর পেজে নজর রাখতে পারেন। তারা নিয়মিতই IELTS, TOEFL, GRE এর কোর্স ফ্রিতে bootcamp, workshop হিসাবে করায়। এবং অনেক ভালো Resource person দিয়ে তারা কোর্স গুলি করিয়ে থাকে।

তবে তাড়া থাকলে ভালোমত একটু টাকা খরচা করে পরীক্ষা দেওয়াই উত্তম। হয়ত প্রস্তুতির জন্য 5,000–10,000 টাকা বাড়তি খরচ হবে। কোচিং না করলেও মক অন্তত দিন ভালো জায়গায়। মূল পরীক্ষার ফি IELTS — 18750/-, GRE — যা grec থেকে রেজিস্ট্রেশন করলে প্রায় 21,000 টাকা নেয়!! আর একবার পরীক্ষা দিয়ে কম স্কোর করলে কিছুটা Frustration চলে আসে।

এসবের বাইরে আমি দেখিছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহু সিনিয়র মুখিয়ে থাকে GRE, IELTS এর কোর্স করানোর জন্য আসলে তারা করান পার্ট টাইম হিসাবে। কিছু বাড়তি টাকা যোগাড়ের আশায়। তাদের না থাকে কোন গোছানো materials, না থাকে প্রস্তুতি। আমি নিজেও তাদের বিভিন্ন ভিডিও, বা ক্লাসে ছদ্মবেসে ঢুকে দেখেছি। আর দেশের বাইরে পড়াশোনা করলে তারা বলতে গেলে খ্যাপ মারে সোজা কথা। আবার অনেকে তো ফ্রি কোর্সের কথা বলে প্রথমে, পরে Premium Course এর গল্প দিয়ে টাকা দাবি করেন!! ইভেন অনেকে তো রীতিমত এখন ক্যাম্পাসে বিভিন্ন Club, Group খুলে এসব ব্যবসা ফেঁদেছেন!! তাহলে আপনি টাকা দিয়ে আজাইরা তাদের কাছে কেন করবেন? করলে ভালো জায়গায় করুন। যাদের পূর্ববর্তী রেকর্ড ভালো।

প্রতারক ধান্দাবাজ থেকে দূরে থাকুন :) শুনলে আশ্চর্য হবেন অনেক নামী কোচিং সেন্টারে IELTS এর কোর্স করায় অথচ তারা কোন দিন IELTS পরীক্ষায় দেই নাই!!! ঢাকা শহরে এমন অনেক আছে। আপনি ধরতেও পারবেন নাহ তাদের কথা বলার style বা বেশ ভূষা দেখে। আবার তো অনেকে British Council এর শিক্ষক বলে প্রতারণা করতে পিছপা হয় নাহ।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet