Higher Study Series 10 — I20 night for me

S M Sarwar Nobin
2 min readOct 25, 2021

--

আজ পাবলিকলি কিছু বলি। কিছু মানুষের যদি তাও শিক্ষা হয়।

Photo: Collected

আমি Mozilla তে 2014 থেকে কাজ করি। Mozilla Reps হয়েছি 2018 সালের দিকে। তারপর Resource Reps হয়েছি 2019 সালে। এর ভিতর 3 বার সুযোগ হয়েছে Mozilla এর Fund এ বিদেশে Workshop এ অংশ নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার। 1 বার ভিসা জটিলতায় যেতে পারি নাই।

ইচ্ছা করলেই Reps থাকা অবস্থায় বছরে হাজার হাজার ডলার লোপাট করতে পারতাম। ভুয়া ইভেন্ট, ভুয়া বিল দেখিয়ে। এমনকি নিজের পড়াশোনা নষ্ট করেও!! আর Mozilla কোন ফকির নাহ। ওর এসব হাজার খানেক ডলার হাত দিয়ে ডলা দিলেও বের হয়।

কেন করি নাই?

আমার প্রিয় ম্যাক ভাই এই প্রশ্নটা আমাকে এক বার জিঙ্গাসা করেছিলো। আমি উত্তর দিয়েছিলাম, “ভাই, Mozilla ও বেটা Donation খাসা বাংলায় দান খয়রাতের টাকায় চলে। তাই বলে আমি অন্যের দানের টাকা চুরি করব !!! আর আমি নিজেও কম টাকা কামাই করি নাহ Freelance profession থেকে।” ম্যাক ভাই উত্তর টা শুনে কিছু বলেন নাই আর।

সৎ থাকার বিনিময়ে কি পেলাম?

Mozilla তে কাজ করার বিনিময়ে পৃথিবীর অনেক Updated Technology যা গবেষণা পর্যায়ে আছে সেসব নিয়ে নাড়া চাড়া করার এবং International Community এর সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি Student life এ।

আর তারপর এসব অভিজ্ঞতা বিক্রি করে Full Fund এ Computer Science এ Master Program এ অংশ নেওয়ার সুযোগ। পুরো 2 years এর program এ বিশ্ববিদ্যালয় আমার পিছনে খরচা করবে $82,372 সব খরচ সহ!! ভাবুন একবার পরিমান টা বাংলা টাকায় কত হয় :)

কোথায়, কোন দেশ, কোন বিশ্ববিদ্যালয় এসব উত্তর নাহ হয় আরেক কোন পর্বে দিবো। তাই ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস না করার অনুরোধ থাকলো :)

সবশেষে বলব, প্রকৃতির সমতায় আমি বিশ্বাসী। তাই পরের ক্ষতি করে বেশি কিছু করা যায় নাহ :)

আর আমার এই Scholarship টা পুরো বিশ্বের Open Source Community কেই উৎসর্গ করলাম।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet