Higher Study Series 11 — US Student/Spouse Visa Processing
--
অনেক দিন পর আজ ব্লগ প্রকাশ করলাম। মাঝে কিছুদিন ব্যস্ত ছিলাম আমার Visa সংক্রান্ত কাজে। দুঃখ প্রকাশ করছি এজন্য।
আজ লিখবো USA এর F1/F2 ভিসার বিস্তারিত। হয়ত অনেকেরই কাজে লাগবে।
আমি যেভাবে করেছিলাম সে অনুসারেই পর্যায়ক্রমে লিখছি। প্রথমে আমি Scholarship letter টি পেয়েই সাথে সাথে যোগাযোগ করি International Admissions Specialist এর সাথে (যদিও তিনি আমাকে আমার Admission পাওয়ার পর ই মেইল করেছিলেন)। তিনি আমাকে I20 দিতে যা Passport এর কপি চাইলেন। আমি দিয়ে দিলাম তারপর ১০-১২ ঘন্টার ভিতরই তিনি আমাকে I20 দিয়েছেন। আমার Full Funded Program ছিলো তাই Bank Statement এর ঝামেলা ছিলো নাহ। নাহ তারা Bank Statement ও চেতে পারে।
এবার আসি আসল প্রসেস এ।
1. SEVIS Fee: I20 তে প্রতিটি শিক্ষার্থীর জন্য SEVIS ID থাকে। আমি প্রথমে SEVIS দিয়েই কাজ শুরু করি। তবে SEVIS Fee ভিসা ইন্টারভিউয়ের ৭ দিন আগে দিলেও চলে। আমি একটু অতিরিক্ত উৎসাহী হয়েই আগে দেই। SEVIS fee দিতে আপনাকে fmjfee.com সেখানে প্রবেশ করলেই উপরেই Pay I-901 Fee নামে বাটন পাবেন। সেখানে ক্লিক করলেই পেজ চলে আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে $350 দিলেই কাজ শেষ। তবে কার্ডে পে করতে হয়। বাংলাদেশে EBL এর Aqua card, Midland Bank এর কার্ডে (আরও কিছু ব্যাংকের কার্ডে দেওয়ার যেতে পারে, জানা নাই সেগুলো) দেওয়া যায়। তবে এজন্য আলাদা অনুমতি নিতে হয় কারণ 300 ডলারের উপর একবারে পে করা যায় নাহ এসব কার্ড দিয়ে। এসব ভেজাল এড়াতে চাইলে আপনার পরিচিত বিদেশে থাকে এমন কাউকে অনুরোধ করতে পারেন। এক ক্লিকে ই কাজ শেষ। আমি পরিচিত অনেককেই আমার কার্ড দিয়ে এই সেবা দিয়েছি এখন পর্যন্ত।
উল্লেখ্য F2 এর SEVIS ফি দিতে হয় নাহ।
2. DS — 160: এটা ভিসার জন্য বেশ গুরুত্বপূর্ণ অংশ। বলতে পারেন এটা পরীক্ষার খাতা। ceac.state.gov/genniv এই সাইটে যেয়ে কোথায় ভিসা আবেদন করবেন তা নির্বাচন করেই শুরু করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য দিতে হয়। তবে এ ক্ষেত্রে সর্তক থাকবেন কোন মিথ্যা তথ্য না দেওয়ার চেস্টা করবেন।
আমি উদারহরণ দেই কয়েকটা।
a) SSC, HSC এর নাম আমি SSC, HSC নামেই পুরো রুপে দিয়েছি। কোন সমস্যা নাহ এতে।
b) আমি Jahangirnagar University তে Computer Science and Engineering এ মাস্টার্স করছি। তাই Student ই বলা যায় আমাকে। আপনি Unemployed হলে তাই ই দিবেন। কোন সমস্যা নেই। তবে আমি ছাত্র অবস্থাতেই Freelance based কাজ করি সেটা দেই নি। তাহলে তথ্য গোপন করলাম?
নাহ আসলে নাহ। আমার Facebook, Twitter, Linkedin, Instagram সহ আরও কয়েকটা ওয়েবসাইট যেমন আমি medium ব্যবহার করি। এসবে বিশেষ করে Linkedin আমার সব তথ্য আছেই। Embassy লোকজন নিশ্চয় সব কিছু চেক করবে :)
c) ইমেইল আমি 3 টা দিয়েছিলাম। এর বাইরেও হিসাব করলে হয়ত 10–20 টা মেইল গত ৫ বছরে ঢুকছি। কিন্তু ওসব ব্যবহার করি নাহ তাই দেওয়ার প্রয়োজন মনে করি নাই। কারণ আমি 1 টা মেইল প্রধানত ব্যবহার করি। বাকি 2 টা কিছু কাজে।
d) গত 5 বছরে যেসব দেশ ঘুরেছি তাও দিয়েছি আমি।
e) DS-160 পূরণের পর অনেকের অনেক কিছু মনে আসে ওহ হ্যাঁ আমি এটা দেই নাই তো। এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যা দিয়েছেন সৎ মনে তাই অনেক।
একটা ভুলের উদাহরণ দেই। আমি Reference দেওয়ার সময় আমার একটা কমিউনিটি ভাইয়ের ফোন নম্বর দিতে হয়। ভুল বসত আমি ওনার বন্ধ নম্বরটা দিয়েছি। কিন্তু মেইল ঠিক ই দিছি। এই ছোট কারণে আমি আর DS-160 পাল্টাইনি। কারণ একজন লোকের ফোন বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে। Visa Officer যদি এতই দরকার হয় তাকে মেইল করবে। কারণ একজন মানুষের মেইল কখনও পরিবর্তন হয় নাহ।
শেষ কথা, DS-160 বার বার পরিবর্তন করা ভালো নাহ। এতে তাদের সন্দেহ হলেও হতে পারে আপনাকে। তাই ঠিক করা যায় বলে ছোট খাটো তথ্য মিসিং এর জন্য বার বার পরিবর্তন করা দরকার নেই।
3. Visa Application: এজন্য আপনাকে cgifederal.secure.force.com এ যেতে হবে। সেখানে বেশ কিছু তথ্য দিতে হবে। F1 ভিসা Non-immigrant category তে। তাই সেটি নির্বাচন করে আগাতে থাকুন। প্রয়োজনীয় তথ্য দিন। DS-160 নম্বর দিন। ব্যাস শেষে ব্যাংকে টাকা দেওয়ার Receipt download করতে পারবেন। এটা Print option করে Save করে নিতে হয়। তারপর এটা 1 copy প্রিন্ট করে (যদিও লেখা আছে 3 কপি) EBL এর যে কোন শাখায় চলে যাবেন। তাদের বললেই US visa fee এর স্লিপ হাতে ধরিয়ে দিবে। স্লিপটি রাখবেন ভিসা হওয়া পর্যন্ত।
ব্যাংকে টাকা জমা দিয়ে 24–48 ঘন্টা অপেক্ষা করুন। এর ভিতরই Update হয়ে যাবে CGI Federal এর সাইটে। এরপর ই আপনি visa appointment নিতে পারেবন।
আজ এ পর্যন্তই।
Visa Interview কেমন হয়? কি কি document লাগে তা নিয়ে সামনে লিখবো।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study