Higher Study Series 13 — Air Ticket Purchase

S M Sarwar Nobin
3 min readOct 24, 2021

--

Photo: Collected

ভিসার পর প্রায় প্রত্যেকেরই এয়ার টিকিট কিনতে হয়। পৃথিবীতে ৩-৪ টি নামজাদা Scholarship Holder ছাড়া সবাইকেই নিজের ই টিকিট করতে হয়। আর আমাদের সবারই নিজের বা আত্নীয় স্বজনের প্রায়ই বিমান ভ্রমণ করতে হয়। এজন্য প্রায়ই এজেন্ট বা মধ্যসত্ব ভোগীদের শরণাপন্ন হতে হয়। আজকের ব্লগটাতেই আমি দেখাব কি করে নিজে থেকে টিকিট কাটতে হয়।

বাংলাদেশে বেশ কিছু সাইট আছে যেখান থেকে আপনি দেশি যে কোন কার্ড, বিকাশ, রকেট এসব ব্যবহার করেও টিকিট করতে পারবেন। ভালো সাইট গুলো: Gozayaan.com, Ticketshala.com, Sharetrip.net এসবই আমার পরিচিত সাইট এবং কোম্পানিগুলো বেশ ভালো। তাদের অফিস থেকেও ক্যাশের বিনিময়েও টিকিট কিনতে পারেন।‌ এসব সাইটে চালাকি করে মাসের সব গুলো তারিখ চেক করলে বা Studentuniverse.com থেকে Flexible date দিয়েও চেক করে নিতে পারেন। এতে অনেক কমে টিকিট করতে পারবেন।

বিদেশে বিশেষত North America/ Europe রুটের টিকিটের জন্য Studentuniverse.com অনেক ভালো সাইট। South Asia, Southeast Asia এর জন্য expedia.com, cheapoair.com, cheapflights.com এ রকম আরো কিছু সাইট আছে। আমি সব গুলোতেই দাম চেক করি। এসব বাইরের সাইট থেকে টিকিট কাটতে বাইরের দেশের কার্ড থাকতে হয়। দেশি বিভিন্ন ব্যাংকের কার্ড থাকলেও দীর্ঘ রুটের ফ্লাইট গুলোর ভাড়া $300 এর উপর হওয়াতে এসব কার্ড সে সুবিধা দেয় নাহ। কেউ আজ পর্যন্ত দেশী কোন কার্ড ব্যবহার করে এসব বড় বাজেটের টিকিট কাটছেন বলে আমার জানা নেই। জানা থাকলে বলবেন কিভাবে কেটেছিলেন।

আর বিভিন্ন Airways এ একটু কায়দা জানলে সেখান থেকেও কম দামে টিকিট করতে পারেন। উদাহরণ দেই একটাঃ qatarairways.com থেকে Specific date select না করে weekly ভাড়া দেখতে পারেন। মাসের ভিতর ১-২ টা তারিখে কম পাবেন ই। এসব Airways এর সাইট থেকে সরাসরি টিকিট কিনতেও কার্ড লাগে। তবে আপনি বুক করে তাদের অফিসেও টাকা পরিশোধ করতে পারেন। একটু Google এ সার্চ করলেই Airline এর বাংলাদেশি অফিস এর ঠিকানা পাবেন। বাংলাদেশ থেকে ছাড়ে এমন সব Airline এরই বাংলাদেশি অফিস আছে। তবে বাংলাদেশের অফিস গুলো জমিদার। তাই আমার দেওয়া বাংলাদেশী সাইট থেকেও কিনতে পারেন Miles ও এড করা যায় Ticketshala.com তে। একই সুবিধা সব।

তবুও আপনি যদি একবারেই প্রথম বার বিদেশে ভ্রমণ করেন তাহলে দক্ষ কারও সাহায্যই নেওয়া উত্তম। আর নিজে নিজে করলে অনেক টাকা সাশ্রয় হয়।

বিশেষ সর্তকতাঃ
১) নাম, পাসপোর্ট নম্বর এসব ঠিক দিবেন নিজে টিকিট কাটলে। খুব সর্তক থাকবেন। ভুল হলে ঠিক করতে বেশ ঝামেলা পোহাতে হবে।

২) কোন Airport এ যাচ্ছেন এটা লক্ষ্য করবেন। Domestic flight এ Airport Change করতে হয় কিনা তাও দেখে নিবেন। সাইটে এসব লেখা থাকে।

৩) Date Selection খুব সাবধানে করবে। ভুল ভাল ডেটের টিকিট কেটেন না।
আমি একবার করেছিলাম এই ভুল Dhaka — Delhi — Dhaka Flight এ। $214 দিয়ে কেনা টিকিট $174 ডলার দিয়ে Reschedule করেছিলাম। এয়ারপোর্টে যেয়ে দেখি আমার টিকিট দু মাস পরে কাটা =D =D

৪) ২ বছরের নিচে বাচ্চা থাকলে Child (2–11 Years), Infant (0–2 years) ticket একটু কম দরে পাওয়া যায়। সেক্ষেত্রে একটু সর্তক থেকেন।

৫) তবে Long distance এর flight না হলে Short distance এ সর্তক থাকবেন অনেক Budget Airlines আপনার কাছে 10 Euro তেও Budapest — Paris এর টিকিট বেঁচে। আসলে তারা Seat টাই খালি বিক্রি করে। আপনি কোন Food, Baggage এসব পাবেন নাহ। তাই জেনে কিনবেন। তবে Qatar, Emirates, Turkish, Etihad এসবে চিন্তার করা কোন কারণ নেই কারন তারা Service Carrier। এজন্য Baggage কটা দিচ্ছে এসব বিষয়ে লক্ষ্য রাখবেন। (USA, Europe, Canada, Aus, NZ তে বাংলাদেশ থেকে গেলে এই পয়েন্ট টা মাথায় না নিলেও চলবে। যদি আপনার মাথার উপর দিয়ে যায়)

Note: ব্লগটি পড়ে ইনবক্সে নক না দেওয়ার অনুরোধ থাকলো। সবার ই ব্যক্তিগত কাজ থাকে। আমি যা জানি সব গুলো রাস্তাই বলেছি।

আর হ্যাঁ আমার পদ্ধতিগুলো পড়ে টিকিট কাটলে আমি নিশ্চিত আপনি ২০-৩০ হাজার টাকা বাঁচাতে পারবেন প্রত্যেক টিকিট প্রতি। কো‌ন মধ্যস্বত্তভোগী আপনার টাকা পকেটে পুড়তে পারবে নাহ। আর বাঁচলে আমার ব্লগে ধন্যবাদ দিতে পারেন, Follow করতে পারেন Facebook এ =D =D

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet