Higher Study Series — 14 বাংলাদেশের বাইরে Undergrad/Bachelor করতে চাইলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত
--
প্রথমেই বলে নেই আমার ব্লগগুলো নিয়মিত হচ্ছে না সেজন্য ক্ষমা প্রার্থী।
আমাদের দেশের খুব কম সংখ্যক শিক্ষার্থীই ধারণা রাখে যে Bachelor পর্যায়ে বিদেশে Scholarship নিয়ে বা Self Fund এ লেখাপড়া যায়। এবং সেসব বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, Ranking সব কিছুই বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো তা বিনা বাক্য ব্যয়ে বলা যায়।
এবার আসি কিভাবে প্রস্তুতি নিতে পারা যায় School-College জীবনে।
Undergrad এর admission অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীর Extracurricular Activities এর উপর। কারণ গড় পড়তা বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর ই SSC, HSC তে GPA — 5 থাকে। তাই Extracurricular Activities ই তাকে কিছুটা Unique করে দেয়। আর অন্যদিকে IELTS/TOEFL, SAT score।
এহ তো গেলো Academic কথা বার্তা এবার আসি Extracurricular Activities এর গল্প নিয়ে।
১) Scout: এটি বাংলাদেশের প্রায় প্রতিটি School-College এ আছে। Scouting এর বিশ্বব্যাপি একটা আলাদা পরিচিতও আছে। যে কোন শিক্ষার্থী তার ভবিষ্যত জীবনের প্রাথমিক Leadership training টি এখান থেকেই পায়। তাই Scouting করা অন্যতম একটা সুযোগ।
২) Red Crescent: বাংলাদেশের প্রায় প্রতিটি ভালো School-College এ Red Crescent এর কার্যক্রম আছে। Extracurricular Activity হিসাবে এটাও মন্দ নাহ।
৩) BNCC (Bangladesh National Cadet Corps): এটিও বাংলাদেশের প্রায় প্রতিটি বড় School-College এর কার্যক্রম আছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও আছে। ভাবুন এর গুরুত্ব তাহলে!!
আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি এই ৩ টি সংগঠনের যে কোন একটির সাথে যুক্ত থাকা উচিত। তার দেশের বাইরে পড়ার ইচ্ছা থাকুক বা না থাকুক। তাতে তার মেধার বিকাশ ঘটবে, Leadership skill development হবে, ভবিষ্যত পেশাগত জীবনে অনেক সাহায্য পাব এবং সে অনেক Networking করা সুযোগ পাবে।
এরপর আসি অন্যান্য কিছুতে। ঢাকা সহ দেশের বড় বড় শহরের বেশিরভাগ বড় School-College এ Debate Club, Science Club, Language Club সহ অনেক ক্লাব আছে। সেসবের সাথেও শিক্ষার্থীরা যুক্ত হতে পারে।
এসবের বাইরেও এখন দেশে বিভিন্ন প্রকারে Olympiad হচ্ছে। প্রথম আলোর আয়োজনে Math Olympiad অন্যতম। আরও বিভিন্ন প্রকারের Olympiad আছে যেমন Robotics, Biology, Physics, Astronomy সহ অনেক।
যদি কার ছোটবেলা থেকে বাইরে Undergrad করার ইচ্ছা থাকে তাই স্কুল জীবন থেকেই সেভাবে তাকে তৈরী হওয়া উচিত। এখন Internet দুনিয়ায় প্রচুর তথ্য আছে।
সবচেয়ে মজার কথা আমি এসবের মর্ম School-College এ থাকা কালীন সময়ে বুঝতাম ই নাহ। আমাদের শিক্ষকরা এসবে যুক্ত থাকলেও কখনও ওভাবে আমাকে বলেনি এসবের সুফলতা কি। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে এসব বুঝেছি কি জিনিস মিস করেছি School-College জীবনে। এসবে মোটেই পড়ালেখার সময় নষ্ট হয় নাহ। তবে অতিরিক্ত কিছুই ভালো নাহ। ১ এর পরে শূন্যের দাম আছে, আগে বসালে সেটার মূল্য নেই। পড়াশোনাটা তেমনি সংখ্যা ১ এর মত।
তবে আরেক দিন লিখব Undergrad/Bachelor পর্যায়ে বাংলাদেশ থেকে কোন কোন Scholarship/Full Fund এ যাওয়া যায় তা নিয়ে।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study