Higher Study Series 15 — Congrats post for Nurul Haque bhai

S M Sarwar Nobin
2 min readOct 24, 2021

--

আপনারা যারা হতাশায় ভোগেন CGPA Low বলে। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারবেন না শুধু Low CGPA এর জন্য। হ্যাঁ ভাই আপনাদের জন্যই এই ব্লগটা।

Name: Md Nurul Haque (ভাই Physics, JU এর 41 তম আবর্তনের শিক্ষার্থী)
Bachelor CGPA: 2.89 (2.44,2.50,3.04,3.44) (ভালো মত কয়েকবার পড়ুন CGPA গুলো)
উল্লেখ্য, ভাই এই CGPA এর কারণে Thesis ও পায় নি :)
Master CGPA: 3.64
Publication: 5 (বেশ ভালো ভালো জায়গায় প্রকাশ করা হয়েছে)
GRE Score: 306 (q 157, v 149, w 3)
TOEFL: 87 ( এটা IELTS 6.5 এর equivalent ই বলা চলে)
Program: PhD in Physics (Fall 2021)
Research Topic: Nuclear Astroparticle Physics
University: South Dakota School of Mines and Technology

Fund: Fully Funded with around $8K Surplus in I-20

কি Bachelor এর CGPA দেখে চক্ষু চরক গাছ নাকি??

স্বাভাবিক। আসলে শুধু CGPA এর উপর USA তে Full fund নির্ভর করে নাহ। আপনার Research experience, GRE, IELTS/TOEFL score এসব কিছুর ই নির্ভর করে।

তবে হ্যাঁ USA ছাড়া পৃথিবীর বাকি সব দেশ এই CGPA দেখলে আগেই বাদ দিতো। জানা কথা। তাই আজাইরা USA ছাড়া অন্য কোথাও এমন Low CGPA দিয়ে চেস্টা না করাই উত্তম।

আমার জানা মতে হাজারও জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী 3.5+ CGPA নিয়ে বসে আছে। কিন্তু তারা বাইরে যাওয়ার সাহসও করতে পারছে নাহ।

তাই Nurul ভাইয়ের জন্য বলায় চলে “Failure is the Pillar of success”.

আজ ভাইয়ের প্রোফাইল পোস্ট করলাম। Higher Study Abroad, NexTop-USA তে Interview experience গুলো দেখলে এমন শত শত প্রোফাইল পাবেন। আমার পরিচিত একজন এরকম 3 এর নিচে Bachelor এর CGPA নিয়ে এই কয়েকদিন আগে সে USA থেকে PhD শেষ করলো।

সামনে ভাইয়ের পুরো আবেদনের প্রক্রিয়া, তার ব্যর্থতা গুলো সব শুনে Podcast করে বা ব্লগ করে লিখব কয়েক মাস পর।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet