Higher Study Series 18 — COVID Test সরকারী ভাবে 1515 টাকাতে কোথায় করবেন?
--
অনেক দিন পর ব্লগ লেখাতে বসলাম। বলা চলে পরবাসে বসে প্রথম ব্লগ।
বিদেশীগামী যাত্রীরা যারা সরকারিভাবে কোভিড টেস্ট করাতে চান, পোস্টটা তাদের জন্য:
Institute of Public health (IPH), NIPSOM, সরকারি সংস্থা COVID Test করে। কিন্তু IPH এর sample collection center অন্য জায়গায়। উল্লেখ্য এখানে শুধু বিদেশগামী সকল ধরণের যাত্রীদের COVID Test করা হয়। IPH এই শুধু 1515 টাকাতে করা যায়।
তবে এটা আগের sample collection center মহাখালিতে ছিল, কিন্তু এখন চলে গেছে বনানী আর্মি স্টেডিয়ামে।
ধাপ গুলো একবারে লিখছিঃ
1. কোথায়: বনানী আর্মি স্টেডিয়াম
2. কি কি লাগবে: আসল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি (১ কপি), টিকেটের ফটোকপি কপি (১ কপি) (অবশ্যই নিবেন এই দুই কপি ফটোকপি, না হলে প্রচুর সময় নষ্ট হবে)
3. কত টাকা: 1515 টাকা যদি আপনার BMET Card না থাকে। থাকলে মাত্র 310 টাকা। শিক্ষার্থীদের আপাতত BMET Card নিয়ে মাথা না ঘামালেও চলবে।
4. কখন যাবেন: ফ্লাইটের 48 ঘন্টা আগে থেকে শুরু হওয়ার সময়ের মধ্যে। আগের দিন গেলেও চলবে। কারণ তারা প্রায় ১২ ঘন্টার আশেপাশেই রেজাল্ট দেয়।
তারা সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় Sample collection করে। Best time হল সকাল ১০ টার পরে যাওয়া। কারণ মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইয়েরা কিছু না বুঝে ভোর বেলা যেয়ে বসে থাকে। কোন দরকার নেই। এমন ভাবে টাইমিং করেন যেন ১০ টার পর পর ই ওখানে পৌঁছাতে পারেন। তাহলে ৩০ মিনিটের ভিতর ই কাজ শেষ করতে পারবেন।
যেয়ে ওখান থেকে একটা ফরম নিয়ে পূরণ করে শুরু করে দিবেন কাজ। তাই কলম নিয়ে যাবেন। চেয়ার টেবিল আছে ওখানে পূরণ করার জন্য।
5. রেজাল্ট: যেদিন করাবেন, ওইদিন রাত 9–10 টার মধ্যে ফোনে মেসেজ পাবেন পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে পরের ৭ দিনের মাঝে আর COVID Test কোথাও Passport দিয়ে করাতে পারবেন নাহ। এটা মাথায় রাখবেন। তবে বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রায় সবার ই Negative আসে যদি সুস্থ থাকেন।
6. রেজাল্ট ডাউনলোড: covid19reports.dghs.gov.bd
এখানে গিয়ে ফোন নাম্বার ইনপুট করলেই রেজাল্ট দেখাবে মোবাইলে মেসেজ পাওয়ার পর। ডাউনলোড করে নিলেই হবে।
আমি এখানে করেছিলাম কারণ আমার কাছে সরকারী সেবা বিশ্বাসযোগ্য মনে হয়েছিলো। আমার ভ্যাকসিনও ছিলো ২ ডোজ। তাই অনেকটা চ্যালচ্যালায়ে Negative সনদ পেয়ে ছিলাম।
আর এয়ারপোর্টের জন্য ৩ কপি করবেন। তাহলেই হবে। এর বেশি লাগে নাহ। আর Bangladesh ছাড়া USA তে কোথাও COVID সনদ আমার দেখতে চায় নাই।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study