Higher Study Series 19 — IELTS ছাড়া Master Level এর Scholarship কি আদৌ সম্ভব? তাও সেটা আবার Turkiye Burslari এর মত Scholarship!!

S M Sarwar Nobin
3 min readOct 24, 2021

--

দেশ থেকে চলে আসার সময় ফ্লাইটে বা বিভিন্ন এয়ারপোর্টে অবসর সময়ে অনেক বার ভেবেছি আমার এই #smsnobin77_higher_study সিরিজের ব্লগ আর লেখব কিনা তা নিয়ে। তবে দিনশেষে মনে করলাম আমার ব্লগ থেকে বা আমার জাহির করা জ্ঞান থেকে অনেক ছেলে মেয়ে এখন পর্যন্ত বিভিন্ন Scholarship পেয়েছে। এমন কি তো কয়েকজন আমার আগে আরও ভালো ভালো Scholarship পেয়েছে। হয়ত এই সংখ্যাটা একদিন হাজার পার হয়ে যাবে। আর দু চার জন মানুষ কথা বলবেই এটাই স্বাভাবিক। তাদের জন্য তো আমি আমার দায়িত্ব ও কর্তব্যবোধ ভুলে যেতে পারি নাহ। অমানুষ সারা জীবন ই অমানুষ ই থাকবে এটাই স্বাভাবিক। হয়ত এভাবেই মানুষের মাঝে আমি বেঁচে থাকব। এভাবেই আমার অর্জিত জ্ঞান আমি আমার দেশের জন্য বিনামূল্যে দিতে চাই।

থাক সেসব কথা। আজ জানাব আমার বন্ধু Md Anwar Hossen এর কথা বলি। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৩ তম আবর্তনের Government and Politics বিভাগের ছাত্র। ও যখন ২০২০ এ আবেদন করে তখন ওর IELTS ছিলো নাহ। ও প্রস্তুতি নিচ্ছিলো। মজার কথা আমিও সে বছর আবেদন করি তখন আমার Score 6.0 ছিলো। আমি তো ইন্টারভিউ তেই ডাক পেলাম নাহ। ও ইন্টারভিউ পার হয়ে শেষ মেষ নির্বাচিতও হলো।

ওর প্রোফাইল টা এক নজরে জেনে নেইঃ
Bachelor: 3.62/4.00
HSC: 4.60/5.00
SSC: 5.00/5.00
Research Experience: ও প্রায় ১ বছর UNDP Bangladesh ও LDG এর তত্তাবধায়নে EALG Project এ ‌Young Researcher হিসাবে কাজ করেছে। আর ওর Master’s thesis ও চলছিলো।
Extra-curricular Activities: কয়েকটা আছে। উল্লেখযোগ্য হল বাঁধন আল বেরুনী হল ইউনিটের সহ-সভাপতি হিসাবে কাজ করা।

এই ওর সাদামাটা প্রোফাইল আর কি।

আমরা নিজেদের মাঝে অনেক কিছু শেয়ার করতাম। ওর Scholarship হওয়ার পর প্রায় ১ বছর ও বাড়ি বসে থেকে ক্লাস করেছে। এক পর্যায়ে ও IELTS এর জন্যও Registration করে ফেলে কিন্তু Lockdown এর জন্য ওর পরীক্ষা পিছায়ে যায়। তারপর কিছুটা তড়িৎ গতিতেই সব হতে থাকে। ভিসা, টিকিট সব হয়ে যাওয়ার পর জুনের ১৯ তারিখে Turkey তে চলে যায়।

ও যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখনঃ
Political Science and International Relations নিয়ে Master’s করছে Istanbul University তে।

কিছু ঘটনা বলি। কেন ওর হল? কেন ই বা আমার IELTS এ 6 থাকা সত্ত্বেও ওকে নিলো। এবার আসি সে প্রশ্নে।

আসলে প্রতিটা Scholarship বিশেষত Turkiye Burslari, Stipendium Hungaricum, ICCR এসব গুলোই ওরা প্রতিটা বিষয়ে নিদির্ষ্ট সংখ্যক শিক্ষার্থী নেওয়ার চেস্টা করেন। ওরা একটা Diversity আনার চেস্টা করে। এজন্য দেখা যায় Computer Science এ সাধারণত অনেক মানুষ আবেদন করে এর ভিতর অনেক ভালো মানের প্রোফাইল থাকে বেশ কিন্তু Government and Politics থেকে, Social Science, Arts, Business এসব থেকে একটু কম মানুষ জনই আবেদন করে। এই ক্যাটাগরিতে Anwar এর প্রোফাইলটা পরে গিয়েছিলো তাই IELTS ছাড়াই হয়েছে। আর ওদের একটা requirement আছে Turkish মাধ্যমে পড়তে IELTS লাগে নাহ সাধারণত। আর ওর CGPA ও বেশ ভালো, Research Experience ও আছে। তাই ওরা বাছাই করতে ভুল করেনি।

সারমর্ম হল Social Science, Arts, Business এর ছেলে পুলেরা বিদেশেও যে ক্যারিয়ার গড়া যায় উচ্চ শিক্ষা নিয়ে এই কথাটা ভুলেই গেছে ওভাবে। সাধারণত খুব কম ই মানুষ জন এই Background থেকে Higher Study করতে যায়।

তাই IELTS, TOEFL, GRE নেই আমি বসে থাকব এই ধারণা বাদ দেন। শুরু করেন। হয়ত প্রথম বছর হবে নাহ। অনেক ভুল করবেন কিন্তু পরের বছর ঠিক ই হয়ে যাবে। শুরু করলে অনেক কিছু শিখা যায়। একটা Scholarship এ আবেদন করতে গেলে অনেক ধরণের Document এর প্রয়োজন হয়। সেসব ও প্রস্তুত হয়ে যাবে একটাতে আবেদন করলেই।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet