Higher Study Series 20 — Higher Study এর প্রস্তুতি আসলে কোন সময় নেওয়া উচিত?
--
(সর্তক বার্তা! আমার এই ব্লগটি Alien Student দের জন্য নাহ! সাধারণ শিক্ষার্থীদের জন্য)
বলা ভালো অনেক দিন পর প্রায় ২০ দিন পর লেখছি #smsnobin77_higher_study সিরিজের ব্লগ।
Higher Study কথা শুনলেই চোখে ভাসে IELTS, GRE, GMAT, TOEFL! আরও কত যে প্রস্তুতি! আসলেই কখন প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার? অনেক অতি উৎসাহী বুড়া সিনিয়র বড় ভাই তো Advertisement ই করে থাকেন প্রথম বর্ষ থেকে নেওয়া দরকার!! আসলেই কি? আসুন নিচে কিছু কথা শুনাই।
আমার শহর Edinburg, Texas এ পা পড়ার পরের দিন সকাল থেকেই আমি আমার বিশ্ববিদ্যালয় University of Texas Rio Grande Valley এ যাতাযাত। তখন ছিলো July মাস। পুরা ক্যাম্পাসে কিছু কিউট কাঠবিড়ালী ছাড়া আর কাউকে চোখে পড়ে নাই। তবে হাতে গোণা কিছু স্টাফ, প্রফেসর ছিলেন। আমি সেই সুযোগটাই লুফে নিয়েছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করেছি। থাক সে কথা এবার আসল কথায় আসি।
১ম বর্ষঃ আমার মতে ১ম বর্ষে লেখা পড়া করুন। রেজাল্ট ভালো করার চেস্টা করুন। খুব বেশি লাফানোর শখ থাকলে facebook.com/EMKCenter, facebook.com/bangladesh.usembassy এসবের Event section চোখ রাখতে পারেন। আর কিছু গ্রুপ যেমন HigherStudyAbroad — Global Hub of Bangladeshis, NexTop-USA (Higher study in USA), Prospective Bangladeshi Students in Canadian Universities এসবে নিয়মিত ঢু মারতে পারেন। হয়ত হাতে ফেসবুক নিয়ে এসব গ্রুপ Scroll করলেন। এসব ই করেন। প্রচুর জিনিস জানতে পারবেন।
২য় বর্ষঃ রেজাল্ট ভালো করার চেস্টা করুন। এ বছর আরেকটু Serious হয়ে পেজ, গ্রুপগুলোতে ঢু মারেন। আরেকটু Serious হয়ে English practice করেন। English Movie, Series এসব দেখে নিজের Listening skill বাড়াতে পারেন। আর হ্যাঁ আপনার English এর Skill চরম লেভেলের খারাপ হলে BBC, CNN, Aljazeera সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ Youtube এ দেখতে পারেন। Writing এ Fluency আনার জন্য যে কোন সংবাদ হাতে নিয়ে সেটা অনুবাদ করতে পারেন। Speaking এর জন্য সেই Writing ই নিজের মত বলার চেস্টা করেন।
৩য় বর্ষঃ রেজাল্ট ভালো করার চেস্টা করুন। EMK Center, American Center বিনামূল্যে GRE, IELTS, TOEFL, GMAT এর workshop আয়োজন করে। ১-২ টা অংশ নিন আবেদন করে। তারা নিয়মিত ভিত্তিক এসব করায়। বিদেশে পড়তে হলে আমি মনে করি India হলেও ঘুরতে যাওয়া উচিত। তাই একটু দেশের বাইরেও ঘুরতে পারেন যদি টাকা পয়সা জমাতে পারেন। না থাকলে নষ্ট করার দরকার নাই হুদাই। MS in US — Fall / Spring 2022 | Yocket এটা দেখতে পারেন। এটা Indian দের জনপ্রিয় গ্রপ। Yocket এর ওয়েবসাইট ও দেখতে পারেন। yocket.in, us news ranking, times higher education ranking এসব নিয়ে ধারণা পেতে চেস্টা করুন। না বুঝলে প্রশ্ন বিভিন্ন পাবলিক গ্রুপে জিঙ্গাসা করুন। এতে মান ইজ্জত যাবে নাহ। কাউকে Inbox না জ্বালানোই উত্তম।
৪র্থ বর্ষঃ রেজাল্ট ভালো করার চেস্টা করুন। এ বছর আপনার Final Result কত হতে পারে সেটা জেনে যাবেন। এবার একটা লিস্ট করার চেস্টা করুন। #Visa_Interview_Experience এবং #visainterviewexperience এই দুই ট্যাগ দিয়ে HigherStudyAbroad, NexTop-USA সার্চ করলে অনেক পোস্ট পাবেন। দেখুন আপনার বিষয় থেকে আগে মানুষজন Full Fund / Partial Fund নিয়ে কোথায় কোথায় গিয়েছে। IELTS, GRE যেটা দিবেন সেটা নিয়েও একটু ঘাটাঘাটি করতে পারেন। এখনই এসব Standardized test এর জন্য উড়াধুরা প্রস্তুতি নিতে কেউ বলে নাই। ৪র্থ বর্ষে থাকাকালীন Research এর সাথেও যুক্ত পারেন। Latex সহ বিভিন্ন টুল টাকটাক শিখতে পারেন। তবে Research মানেই যে Paper Publish করে ফাটায়ে ফেলতে হবে এমন কোন কথা নাই।
(English নিয়ে ভয় ভীতি না থাকলে প্রতিদিন English এর পিছনে সময় না দিলেও চলবে। IELTS এ 6.5–7 score থাকলেই প্রায় সব বিষয় থেকেই দুনিয়া কাপানো যায়।)
৪র্থ বর্ষে পরীক্ষা শেষ হয়ে গেলেই এবার নেমে পড়ুন। কয়েকটা কাজের লিস্ট দেইঃ
১) IELTS দিয়ে শুরু করতে পারেন যদি মনে করেন GRE এর Word ই সম্বল। যদিও Word শেখা খুব কমই সাহায্য করবে আপনাকে মেইন পরীক্ষায়। Practice ই আসল এসব Standardized test এর জন্য। এসব করতে ৩-৪-৬ মাস সময় হাতে নিন আপনার মত করে। আর IELTS দেওয়া হলেই বিভিন্ন জায়গা আবেদন শুরু করতে পারেন। খিচ খেয়ে বসে না থাকাই উত্তম। আবার GRE আগে দিয়ে স্কোর 300 এর নিচে আসলেও বসে থেকেন নাহ। শুরু করুন আবেদন সেটা দিয়েই।
২) Transcript, Provisional Certificate, Medium Of Instruction এসব তুলে রাখুন। এসব যোগাড় করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
৩) CV বানান সুন্দর করে। কিছু না পারলে Europass format এ সিভি বানিয়ে নিন।
৪) SOP বানান একটা।
৫) বাংলাদেশী সম্মানিত শিক্ষকরা নিজে LOR লিখে দিতে চান নাহ (নাহ বলার সংখ্যাই বেশি)। এজন্য আপনি ৩ সেট LOR বানিয়ে নিবেন। নিজেই Teacher এর ভূমিকায় দাঁড়িয়ে লেখবেন। এক্ষেত্রে বেশি ঢোল না পিটানোর চেস্টা করবেন। পুরো 3rd party হয়ে লিখবেন। অনেক সর্তক থাকবেন। কারণ University admission Authority যদিও জানেই প্রায় South Asian পোলাপান এসব করে।
CV, SOP, LOR এসব বানিয়ে পরিচিত কাউকে দিয়ে দেখিয়ে নেন। অনেক দেবদূত মানুষজনই ফ্রিতে দেখায়ে দেয়। তাদের খুঁজে বের করে অনুরোধ করতে পারেন।
আর বাংলাদেশ থেকে রেজাল্টের ২-৬ মাসের মধ্যেই বাইরে পড়তে চলে আসছে + Full fund এ এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে আপনার Family Support থাকলে Chartered Flight ভাড়া করেও বিদেশে আসতে পারেন। সমস্যা নাই। তবে সেটা সবার জন্য উদাহরণ নাহ। কারণ দেশের অধিকাংশ শিক্ষার্থীরই বিদেশে নিজের ফান্ডে পড়ার মত সমর্থ্য নেই। আর আমাদের দেশে কোন ব্যাংক ই বিদেশে পড়ার জন্য লোন দেয় নাহ তাই সে চিন্তা বাদ।
আর হ্যাঁ আপনি MS এর জন্য আসতে চাইলে Paper Publication নিয়ে এত লাফানোর দরকার নেই। Paper থাকা টা তেমন বিষয় নাহ। এটা জেনে রাখেন, আমি বলে দিলাম। তবে Phd তে একটু দেখে। তাও সেটা যদি চিপা চাপা Paper হয় + ১ মাসের কাজ হয় সেসব না দেখানোই ভালো। Phd তেও Paper ছাড়া হাজারও ফান্ড পাওয়ার উদাহরণ আছে।
আর হ্যাঁ Higher Education এর যে কোন পর্যায়েই কোচিং বা তথা কথিত Consultancy Firm লাগে নাহ। কখনোই লাগে নাহ। লাগার কথা চিন্তায় আসলেই ধরে নিবেন আপনি হয়ত হারিয়ে যাচ্ছেন। শুধু Mock test দিতে পারেন কোথাও।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study