Higher Study Series 22 — Master’s level এ ফান্ডিং করে এমন University কিভাবে খুঁজব?

S M Sarwar Nobin
3 min readOct 2, 2021

--

(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অতি জ্ঞানী শিক্ষার্থীরা এই ব্লগটি পড়া থেকে দূরে থাকুন।)

UTRGV, Edinburg, Texas, USA (Photo Credit: UTRGV Official)

ব্লগের শুরুতেই বলে নেই আমার University খোঁজ করার পদ্ধতি কেমন ছিলো? এটা নিঃসন্দেহ বলতে হয় সেটা চরম চরম বাজে ছিলো। সে জন্যই আজকের ব্লগটা লিখা। অনেকটাই আমার শিখা থেকে লিখা। তবে বলে নেওয়া ভালো Top Ranking এর বিশ্ববিদ্যালয়গুলোতে MS এ Full Fund পাওয়াটা অনেকটাই কঠিন বিশেষত একটু ফাঁকিবাজ শিক্ষার্থীদের জন্য। তাই আসুন কিছু বকর বকর করি। আশা করি সেটা সবার উপকারে লাগবে।

আমরা বাংলাদেশী শিক্ষার্থীরা University/Professor খুঁজি খড়ের গাদায় সুঁই খোঁজার মত করে! হ্যাঁ আসলেই তাই করি। আমরা কোন Strategy ফলো করি নাহ। তবে বাংলাদেশের হাতে গোণা কয়েক এলিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা University/Professor খোঁজার জন্য তারা Alumni দের প্রচুর সহযোগীতা পেয়ে থাকে যা সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে ব্যবস্থা মোটেই থাকে নাহ। তবে India তে Yocket এর কিছু গ্রুপে Indian রা সাজেশন পেলেও বাংলাদেশী শিক্ষার্থীরা সেসবের খোঁজ খবর জানে নাহ বললেই চলে।

এসব সমস্যার সমাধানের জন্য আমি কিছু পদ্ধতি বলে দেইঃ
১) USA তে অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের PhD নেই। তাই বলে সেসব যদু মদু Unversity নাহ। At least বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো। উদাহরণস্বরূপ ধরে নিন আমার বর্তমান বিশ্ববিদ্যালয় UTRGV। এখানে Engineering, Science এ PhD নেই বললেই চলে তবে Business এ আছে কিছু। আপনি State Wise খুঁজে খুঁজে ঠিক এই ধরণের বিশ্ববিদ্যালয়ই বের করতে পারেন। University list পাওয়ার জন্য আপনি Google এর পাশাপাশি Chea ব্যবহার করতে পারেন। Chea (Council for Higher Education Accreditation) কি তা Google করলেই বুঝবেন। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের Website এ ঢুকে আপনার বিষয়ে PhD আছে কিনা তা দেখতে পারেন। না থাকলে, আপনি আপনার MS এর লিস্টে সেটা ঢুকান।

২) HigherStudyAbroad — Global Hub of Bangladeshis, NexTop-USA তে প্রায়ই অতি দয়াবান কিছু বাংলাদেশী ভাই বোন তাদের ল্যাব, বিশ্ববিদ্যালয়ের Vaccancy দিয়ে থাকেন। আপনি সেসবও ফলো করতে পারেন।

৩) HigherStudyAbroad — Global Hub of Bangladeshis, NexTop-USA এসবে অনেক দয়াবান কিছু ভাই বোন Interview Experience শেয়ার করেন। আপনি সেসব ঘেঁটে দেখতে পারেন তারা কোথায় কোথায় থেকে ফান্ড পেয়েছে। #Visa_Interview_Experience, #visainterviewexperience এসব ট্যাগ দিয়ে সার্চ করলেও আপনি পেতে পারেন সেসব Interview Experience। এখান থেকেও একটা লিস্ট করতে পারেন। এতে করে বুঝতে পারবেন আগের বছর এখান থেকে ফান্ড হয়েছে।

এবার বলি কেন ১ নম্বর পয়েন্টটি বললাম। আপনি এই টাইপের বিশ্ববিদ্যালয় বের করলে অনেকটাই সুবিধা হবে ফান্ড পেতে কারণ এসব বিশ্ববিদ্যালয় Research এর জন্য MS level এর শিক্ষার্থীদের Funding করে। এবং মোটামুটি বেশ ভালো পরিমাণে ফান্ডিং করে। এবার আপনি আপনার Subject এ আপনার Research Area তে Professor খুঁজে তাদের মেইল করতে পারেন।

এসব করলে আশা করি আপনাকে খড়ের গাদায় সুঁই না খুঁজে পেলেও, কিছুটা ব্যবস্থা হবে।

তবে হ্যাঁ কিছু এলিট বিজ্ঞ ব্যক্তিদের বলে রাখি এই ধরণের বিশ্ববিদ্যালয় থেকে Research based MS করলে পরে PhD তে Top 100–200 University থেকে PhD করার দুয়ার অনেকটাই খুলে যায়। তাই বাংলাদেশে বসে ভাওতাবাজি মার্কা Paper Publish এর পিছনে না ছুটে অতি দ্রুত এসব বিশ্ববিদ্যালয়ে MS শুরু করতে পারেন।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

Responses (1)