Higher Study Series 23 — Erasmus Scholarship নিয়ে বিস্তারিত

S M Sarwar Nobin
4 min readOct 26, 2021

এই সপ্তাহের ভাবছিলাম কোন লেখা লিখব নাহ। কিন্তু আজ মনে হল লিখতে বসলাম।

এই পর্বটি এতটাই স্পেশাল যে আমি শুধু CSE JU ALUMNI তে পোস্ট করলাম। আর আমার অনুরোধ থাকবে IIT এর গ্রুপে শেয়ারের জন্য। আমি জানি আমাদের CSE এর সাবেক অনেকেই IIT এর শিক্ষক। তাদের কাছেই অনুরোধটি করলাম।

Photo: Collected

যাক আজকের আসল বিষয়ে আসি। কি নিয়ে আজকের গল্প? কেনই বা আমি শুধু আমার বিভাগ আর IIT এর জন্য লিখছি।

আসলে সবাই উচ্চ শিক্ষা বলতে USA কেই বুঝায়। আর মজার বিষয় হলো USA তে MSc তে ফুল ফান্ড পাওয়াটা সোনার হরিণের মত। কেউ এই বিষয়ে আমার সাথে তর্কে জিততে পারবে বলে মনে হয় নাহ। কারণ গত ৭-৮ বছর ধরে এবং গত ২ বছর ধরে আবেদনের উপরই আছি। তাই ইউরোপে বেশ কিছু Scholarship আছে যেমন Erasmus Mundus, Stipendium Hungaricum (যদিও এতে সরাসরি কোন CS related বিষয় নেই) যারা Full Fund এ স্কলারশিপ দেয়।

আমি এই Article টি এতটাই দুঃখের সাথে লিখছি যে Erasmus scholarship টি চালু হয়েছে 1987 সাল থেকে সম্ভবত। আমার জানা নেই CSE এবং IIT থেকে কেউ আজ পর্যন্ত পেয়েছে কিনা। পেলে সেই সিনিয়রের প্রতি বিনীত অনুরোধ থাকল আপনি আপনার অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করবেন।

কাদের আবেদন করা উচিত এই Erasmus এ?
আমার মত 3.5 এর নিচে সিজিপিএ হলে তাহলে তোমাকে Erasmus নিয়ে ঘাটাঘাটি করাই উচিত নাহ। হ্যাঁ আমি Confidently বললাম। অনেকে তর্ক বাঁধাবে জানি। কিন্তু আমি বললাম :) ধরে নিতে পারো লেজ কাটা শিয়ালের গল্প।

সিজিপিএ 3.6–3.7+ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহ আবেদনের প্রস্তুতি নিয়ে ফেলো। আর IELTS এ minimum 7 থাকতে হবে। 6.5 minimum requirement কিন্তু লাভ হবে নাহ খুব একটা, ভাগ্য ভালো হলে হতেও পারে।

কি কি বিষয় আছে?
SECCLO, EDISS, SE4GD, EMECS, IFROS, GENIAL, COSI সহ অনেক প্রোগাম আছে। যা CSE সম্পর্কিত। https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue_en এখান থেকে আরও দেখে নিতে পারেন।

আসলে তারা কিভাবে মার্কিং করে?
এটার একটা গল্প আছে। আমি এবছর খুব Confident ছিলাম SE4GD বাংলাদেশ থেকে আমাকে তারা নিবেই। এজন্য প্রোগাম যখন শুরুও হয় নাই তখন থেকে Program coordinator এর সাথে আমার পিরিতের আলাপ। শেষে রাগা রাগিও করছি। কেন নিলো নাহ? ওনি শেষ মেষ বাধ্য হয়েছে আমার স্কোর গুলো এবং Marking criteria শুলো শেয়ার করতে। আর বেইমানের মত আমিও আমার জুনিয়রদের সাথে শেয়ার করছি =D =D

Academic Record: Content and Relevancy for the Previous Degree (30%)
Academic Success (30%)
Track record (20%) — এটি মূলত সিভি
Letter of Motivation (20%)

এ থেকে কি বুঝলেন? আপনার Elite Class এর CGPA থাকলে 60% দিয়েই আপনি Interview এ ডাক পেয়ে যাবেন।

আর Eramus এ একটা Master Degree থাকলে আপনি চাইলে USA বা পৃথিবী অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সহজেই PhD নিতে পারবেন যদি আপনার Academician হওয়ার ইচ্ছা থাকে।

এই Erasmus Scholarship কারা পায়?
কদিন আগে আমার এক ব্যাচমেটের সাথে কথা হচ্ছিল। ও একটা Private University এর টিচার। মজা করে বলেছিলাম দেখ বাচ্চাদের কম নম্বর দিস নাহ। ওর উত্তরটা ছিল “দেখ ওরা টাকা দিয়ে পড়ে। তাই কম নম্বর দেওয়ার রাস্তা নেই। দিলে তারা Higher Authority কে অভিযোগ করে।” শুধু আমার ব্যাচমেটই নাহ। আমার অনেক ছোট ভাই আছে কাজের সূত্রে পরিচয়। যারা এক লাইন C program নির্ভুল ভাবে লেখার যোগ্যতা নেই তারাও 3.9+ সিজিপিএ পায় Private University গুলোতে।

এ কথাগুলো কেন বললাম?
Erasmus এর বেশিভাগ STEM related বিষয়ের scholarship এসব High CGPA এর Private বিশ্ববিদ্যালয়ের দখলে!! ভাবা যায়!!

এবার Track record, Letter of Motivation নিয়ে কথা বলি।
CV টা Europass format এ বানাবে। আর এতে ACM ICPC, Paper, Conference, Interesting project, বিভিন্ন International Organization এর সাথে জড়িত থাকলে সেসব দিবে। বিভিন্ন Scholarship পেলে তাও দিবে। 3–4 পাতার ভিতরই রাখবে। বেশি আজেবাজে জিনিস দেওয়ার দরকার নেই।

আর Letter of Motivation এ যে বিষয় নিয়ে পড়বে সেটা নিয়েই লিখবে 2–3 প্যারা। 1–1.5 পাতা সর্বোচ্চ 2 পাতার ভিতরে রাখবে। আমি কিছু Motivation লেটার মেরে দিয়ে পোস্ট করব সামনে :) অপেক্ষায় থাকো সবাই =D

আবেদনের সময় কখন শুরু হয়?
প্রতি বছরের অক্টোবর থেকে শুরু হয় প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। তবে IELTS পরীক্ষা September এর ভিতর দিয়েই গোছায়ে রাখা ভালো। তবে Program ভেদে Deadline আলাদা হয়।

আমার এই লেখাটি সার্থক হবে যদি সামনের বছর শুনি 2–3 জন Erasmus Scholarship পেয়েছে আমার বিভাগ বা IIT থেকে। পেয়ে খবরটা দিতে অন্তত ভুলিও নাহ :) আর কিছু লাগবে নাহ।

আরও কিছু জানার থাকলে আমাকে মেসেজ করলে উত্তর দেওয়ার চেস্টা করব সময় সুযোগ করে।

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer