Higher Study Series 26 — How can I send eTRF copy of IELTS?

S M Sarwar Nobin
2 min readNov 12, 2021

--

খুব ছোট বিষয় নিয়ে আজ লিখছি। অনেকেই জিঙ্গাসা করেন এটা নিয়ে।

Source: britishcouncil.ca

IELTS পরীক্ষার পর আপনি যত খুশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে eTRF (electronic copy) পাঠতে পারেন।

কত খরচ লাগবে?
0/- হ্যাঁ বিনা পয়সায় যত খুশি তত।

Process:
আমি মূলত British Council, IDP দুটো থেকেই দুটো দিয়েছিলাম পরীক্ষা তবে আমি IDP থেকে পাঠিয়েছিলাম যে বার আমার লেগেছিলো।

IDP থেকে পাঠান‌ো পদ্ধতিঃ
1. idp.com/bangladesh/ielts-forms-download/ এখান থেকে Application for the Issue of Additional TRFs এটা ডাউনলোড করবেন।

2. Download করা ফরম ঠিক ঠাক পূরণ করবেন। হাতে লিখে বা টাইপ করে যেভাবে খুশি পূরণ করতে পারেন।

3. এরপর Section C: Institution details এ Institution কোড দিতে হয়। এই ফাইল থেকে কোড নিয়ে দিতে পারেন। কোড এখান থেকে দেখে নিতে পারেনঃ britishcouncil.org.bd/sites/default/files/sted_ro_list_15_october_2020.pdf

এরপর পূরণকৃত ফরম ielts.bd@idp.com তে মেইল করলেই ওরা ২-৩ দিনের মাঝেই পাঠিয়ে আপনাকে জানায়ে দিবে। তবে সুন্দর করে Subject, Mail Body এসব লিখে পাঠিয়েন।

British Council থেকে পাঠান‌ো পদ্ধতিঃ
https://www.britishcouncil.org.bd/en/exam/ielts/results -> এখানে Electronic সেকশনে ETRF request form পূরণ করবেন।

আর University list (britishcouncil.org.bd/sites/default/files/sted_ro_list_26_august_2021.pdf) এখানেও পাবেন।

আশা করি এই eTRF পাঠাতে IDP/BC তে যেয়ে সময় নষ্ট করতে হবে নাহ।

Medium এ ঢুকতে না পারলে VPN use করুন। Medium এ আমার সব লিখা পাবেন এক সাথেঃ smsnobin77.medium.com

আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।

S M Sarwar Nobin
MS Student (Computer Science) and Graduate Research Assistant,
University of Texas Rio Grande Valley, Texas, USA

শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।

#smsnobin77_higher_study

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet