Sitemap

ব্লগ লেখার কল্যাণে মালয়েশিয়া ভ্রমণ, পর্ব-২

স্বপ্নপুরি Genting Highlands নিয়ে গল্প সপ্প

4 min readApr 2, 2020

--

আজকের পর্বে থাকছে Genting Highlands নিয়ে গল্প। আশা করি নতুন কিছু তথ্য পাবেন।

Genting Highlands যাওয়ার জন্য আমরা বাস ব্যবহার করব। এটা আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিলো। কারণ আমাদের উদ্দেশ্যই বিশেষত যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা।
আমাদের হোটেল থেকে Pudu Sentral এ যেতে হয়। আমরা grab এ করে গিয়েছিলাম। Pudu Sentral একটা বাস স্টেশন। Pudu Sentral থেকে Awana Genting এর ভাড়া ছিলো জন প্রতি RM 5.20 আর Awana Skyway মানে ক্যাবল কার এর টিকিটও এক সাথে নিয়ে ছিলাম জন প্রতি RM 9 দিয়ে।বাস প্রায় ১ ঘন্টা সময় নিয়ে ছিলো। চরম সুন্দর বাস। পাহাড়ি আঁকা বাকা পথে ধরে Awana Genting এ এসে পৌঁছালো। আমরা বাস থেকে নেমে Awana Skyway এর ক্যাবল কারের জন্য চলে গেলাম। আসলে পুরোটাই একটা বিল্ডিং এ। নিচে বাস স্টোপেজ। আর Genting Highlands আপনি চাইলে grab এ করেও যেতে পারেন। এ ক্ষেত্রে 70–80 RM এর মত লাগবে। আর এখানে সবাই Cable Car এ উঠার জন্য আসে। এটা পৃথিবী সবচেয়ে দ্রুত গতির কেবল কার। কেবল কার গুলোকে Gondola বলা হয়। মেঘে Genting Highlands এ কেবল কার ছাড়া অন্য কোন মাধ্যমে যেয়ে মজা নেই। grab এমনকি বাস ও Genting Highlands এর চূড়ায় পৌঁছায়।

কেবল কারে চড়ে Genting Highlands এর চূড়ায় পৌঁছানোর অনুভূতি অসাধারণ। উপরে উঠতে উঠতে এক সময় কানে তালি লেগে যায় বাতাসের চাপ কমে যাওয়াতে।

Press enter or click to view image in full size
On the way to Genting Highlands

Genting Highlands মনে হয় এশিয়ার ভিতর চমৎকার একটা জায়গা যা বাচ্চা, যুবক, বুড়ো কাউকেই বিনোদন দিতে ভুলবে না। এখানে থিম পার্ক, শপিং মল, ক্যাসিনো, Snow World থেকে শুরু করে এমন কি নেই এতে!

ঘুরতে গেলে পুরো ২ দিন লেগে যাবে। তাই আপনার যদি সময় থাকে তাহলে এক রাত Genting Highlands এ থাকার চেস্টা করবেন। বিশেষত First World Hotel এ। ভাড়া বেশি না। ২০-৩০ ডলার পার নাইট একটা রুমের জন্য। থাকতে বলার কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় হোটেল। 7,351 টা রুম আছে এতে।

আমরা যত ক্ষণ ক্লান্ত না হই, ঘুরতে থাকলাম। থিম পার্ক থেকে শুরু করে অনেক কিছুই। এক জায়গায় লাইভ কনসার্ট হচ্ছিলো সেখানেও কিছু সময় কাটালাম।

Press enter or click to view image in full size
Concert at Genting Highlands

এবার আরেকটি অদ্ভুদ শখ জাগলো ক্যাসিনোতে যেতে হবে। আমি পার্সপোর্ট নিয়ে যাওয়ার কল্যাণে ঢুকে গেলাম এশিয়ার বিখ্যাত Genting Highlands এর ক্যাসিনোতে। ক্যাসিনোতে ছবি তোলা নিষেধ হলেও দু চার টা ছবি তুলে ফেললাম =D

Press enter or click to view image in full size
Casino at Genting Highlands

এসব ক্যাসিনোতে কে কখন ফকির থেকে বড়োলোক হচ্ছে তা বলা মুশকিল। ছেলে বুড়ো বুড়ি থেকে শুরু করে সবাই বুদ হয়ে খেলায় মশগুল। বাংলায় বলতে গেলে জুয়ার আড্ডা খানা আরকি।

ফেরার পথে আবার ও RM 9 দিয়ে Awana Skyway এর টিকিট কাটলাম। তবে বলে রাখা ভালো Kiosk বা বুথ বা মেশিন ব্যবহার করে টিকিট কাটলে RM 1–2 কম পাওয়া যায়। এটা ব্যবহার করতে বিশাল বড় পন্ডিত হওয়ার দরকার নাই। হালকা জ্ঞান বুদ্ধি থাকলেই ব্যবহার করা যায়। ফেরার পথে আমরা Chin Swee Caves Temple এ গিয়েছিলাম। এটা ক্যাবল কারের পথেই পড়ে। ঢোকার জন্য আলাদা ফি নেই। এক টিকিটেই ঢুকতে পারেন। Chin Swee Caves Temple বিশাল এক মন্দির। পুরো ঘুরতে মনে হয় ৪-৫ ঘন্টা সময় লাগবে। আমার ১ ঘন্টার মতো ছিলাম। কিছু ছবি তুলেই বিদায় নিয়েছিলাম। কারণ রাতে বাসে করে ফিরতে হবে।

Press enter or click to view image in full size
Me at Chin Swee Caves Temple

মন্দির থেকে ফিরে আবার ক্যাবল কারে করে পৌছালাম Awana Genting স্টেশনে। তারপর টিকিট করলাম যাওয়ার বাসের। কিছু খাবারও খেলাম। আর কিছু চকলেটও কিনলাম দুজন। বাসায় এসে খাওয়ার পর দেখলাম বেশ চমৎকার ছিলো। আমি কিছু ক্যান্ডি নিয়েছিলাম।

আর বলে রাখা ভালো। ফিরতি বাসের টিকিট টা Awana Genting স্টেশনে আসার সময় নেমেই কেটে ফেলবেন মেশিন থেকে। এতে ভালো বাস ‌+ যেখানে যেতে চান সেখানের টিকিট পাবেন। আমরা Pudu Sentral এর টিকিট পাই নাই ফেরার পথে। শেষ হয়ে গিয়েছিলো। তাই KL Sentral এর টিকিট কেটে নিয়েছিলাম। পরিবার নিয়ে গেলে অবশ্যই এটা করবেন। আমরা ২ জন ছিলাম বলে পেয়েছিলাম না হলে আরও ১-২ ঘন্টা অপেক্ষা করে বা grab এ করে আসতে হত শহরে। আমার Awana Genting — KL Sentral এ জন প্রতি RM 4.90 করে টিকিট কেটেছিলাম। আমরা 7:30 pm এর বাস ধরেছিলাম। সম্ভবত 8:30 পর্যন্ত বাস থাকে।

আজ এ পর্যন্তই। পরের পর্ব মেলাকা বা মালাক্কা নিয়ে। আশা করি পড়বেন।
বাকি পর্ব গুলে পড়তে এখানে ঢু মারতে পারেন।
পর্ব ১ঃ bit.ly/kl-part1 (কুয়ালা লামপুরে সামান্য ঘুরাঘুরি)
পর্ব ৩ঃ bit.ly/ml-part3 (মালাক্কার পথে প্রান্তরে)
পর্ব ৪ঃ bit.ly/kl-part4 (কুয়ালা লামপুরের অলিতে গলিতে ঘুরাঘুরি)
পর্ব ৫ঃ bit.ly/lk-part5 (দ্বীপ পুরি Langkawi চষে বেড়ানো)
পর্ব ৬ঃ bit.ly/kl-part6 (মালয়েশিয়া ঘুরব, নিজেই ট্যুর প্যাকেজ বানাব)

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet