ব্লগ লেখার কল্যাণে মালয়েশিয়া ভ্রমণ, পর্ব-৬

মালয়েশিয়া ঘুরব, নিজেই ট্যুর প্যাকেজ বানাব

S M Sarwar Nobin
2 min readApr 3, 2020

এই পর্বটি মূলত মালয়েশিয়াতে ঘুরতে গেলে কি পরিমান সময় নিয়ে যাবেন কি করবেন সেটা নিয়েই। বলতে পারেন এটায় প্যাকেজ ম্যাকিং শিখায় দিব। তাহলে শুরু করে দেওয়া যাক।

Batu Caves, Malaysia

যদি ৩ রাত ৪ দিনের পরিকল্পনা থাকেঃ
১) সকালে নামবেন এয়ারপোর্ট এ। চেক ইন করে। Bukit Bintang, Jalan Alor, Petaling street, Petronas Twin Towers এসব ঘুরতে পারেন।
২) Genting Highlands
৩) Putrajaya
৪) মার্কেটিং ‌+ ফিরতি ফ্লাইট

খরচ হবে ফ্লাইট (20,000–30,000/- ), হোটেল ৩ রাত (2000/- করে 6000/-) আর বাকি 10,000–15,000 অন্যান্য খরচা।

যদি ৬ রাত ৭ দিনের পরিকল্পনা থাকেঃ(Including Langkawi)
১) সকালে নামবেন এয়ারপোর্ট এ। চেক ইন করে। Bukit Bintang, Jalan Alor, Petaling street, Petronas Twin Towers এসব ঘুরতে পারেন।
২) Genting Highlands
৩) Putrajaya
৪) Off to Langkawi
৫) Any Activity
৬) Back From Langkawi
৭) মার্কেটিং ‌+ ফিরতি ফ্লাইট

আর যদি আমার মত ১৫ দিনের পরিকল্পনা করেন তাহলে নিজের মত পরিকল্পনা করে নিবেন আমার পুরো ব্লগ অনুসারে। তবে হ্যাঁ আপনি Penang এ অবশ্যই যাবেন। অসম্ভব সুন্দর একটি UNESCO World Heritage Town আছে যা George Town। আর তখন ফ্লাইটটা নিবেন এভাবে Kuala Lumpur-Penang-Langkawi-Kuala Lumpur। মাল্টি সিটির অপশন দিয়ে ফ্লাইট নিয়ে নিবেন। খুব বেশি না মাত্র ১০০০-১৫০০ টাকা বেশি হবে ফ্লাইটে।

আর হ্যাঁ যারা লংকাউই যাবেন তারা যদি ব্যাক প্যাক ট্রাভেলার হন তাহলে লংকাউই শুরুতে রাখবেন এতে শহরে ঢোকার খরচা টা বেচে যাবে। এমনকি এয়ারপোর্ট হোটেলেও থাকতে পারেন। বেশ কমে থাকা যায়। ওখানেই লাগেজ রাখতে পারেন।

এই ছিলো মালয়েশিয়া ভ্রমণের খুঁটি নাটি। যে কোন মন্তব্যকে স্বাগত জানাবো আমি। ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

বাকি পর্ব গুলে পড়তে এখানে ঢু মারতে পারেন।
পর্ব ১ঃ bit.ly/kl-part1 (কুয়ালা লামপুরে সামান্য ঘুরাঘুরি)
পর্ব ২ঃ bit.ly/gn-part2 (স্বপ্নপুরি Genting Highlands নিয়ে গল্প সপ্প)
পর্ব ৩ঃ bit.ly/ml-part3 (মালাক্কার পথে প্রান্তরে)
পর্ব ৪ঃ bit.ly/kl-part4 (কুয়ালা লামপুরের অলিতে গলিতে ঘুরাঘুরি)
পর্ব ৫ঃ bit.ly/lk-part5 (দ্বীপ পুরি Langkawi চষে বেড়ানো)

লেখক পরিচয়ঃ
এস এম সারওয়ার নবীন (facebook.com/smsnobin77)
সিএসই (M.Sc. অধ্যয়নরত)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet