বাংলাদেশের বাইরে বিদেশে স্নাতক/Undergrad করতে হলে কিভাবে করা যায়?

S M Sarwar Nobin
4 min readJul 14, 2020

--

শিরোনামটি দেখেই হয়ত বুঝে গেছেন আজ লিখব H.S.C/A Level/সমমানের পর কিভাবে দেশের বাইরের কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক/Undergrad করা যায় তা নিয়ে।

আর্টিকেলটি লিখছি হতাশা থেকেই। কারণ আমার স্কুল জীবনে খুব ইচ্ছা ছিলো স্নাতক/Undergrad আমি দেশের বাইরে করব। কিন্তু নানান প্রতিকূলতায় তা আর সম্ভব হয়ে উঠেনি। আমার আর্টিকেলটি মফস্বলের শিক্ষার্থীদের জন্যই লেখা। কারণ তারা তথ্যের অভাবে আমার মত ইচ্ছা থাকলেও তা করতে পারে নাহ। ঢাকাতে বা বড় শহরে বিভিন্ন সেমিনার বা fair থেকে শিক্ষার্থীরা জানতে পারলেও তা মফস্বলের শিক্ষার্থীদের জন্য জানা সম্ভব হয় না।

Harvard University (source: collegeconsensus.com)

প্রথমেই আসি কিভাবে করা যায় তা নিয়ে। দুটি উপায়ে:
১) বাপের টাকায়!!
২) মেধা দিয়ে স্কলারশিপ যোগাড় করে।

আজ মূলত আমি ২য় টি নিয়ে বললেও শেষ দিকে ১ম টির কথাও বলে যাব।

কি কি লাগে তা বলে ফেলি।
১) SSC, HSC তে ভালো GPA। এক্ষেত্রে দুটোতেই 5.00 বা সব বিষয়ে A+ থাকলে আলাদা সুবিধা পাবে বৃত্তি পেতে।
২) বৃত্তির জন্য অবশ্যই IELTS/TOEFL স্কোর লাগবে। আর বৃত্তি পেতে হলে IELTS এ 6.5+ থাকলে মোটামুটি সেফ জোনে থাকা যায়। TOEFL এর জন্য equivalent।
৩) Valid Passport
৪) কিছু Extra-curricular activities as example Red crescent, BNCC, Scout, Debate, বিভিন্ন সংগঠন করা।

এই কটিই প্রধান। তারপর Statement of Purpose, Recommendation letter (নেটে ঘাটাঘাটি করলেই পাবে। তারপরও যদি পারো তোমার স্কুল কলেজের শিক্ষকের থেকে লিখে নিতে পারো। তবে তাহারা আপদ ভাবে এসব বা নামই শোনে নাই! আমি তাচ্ছিল্য করছি না। মফস্বল হলে এমনই হবে।) ছাড়াও আরও ছোট খাট ডকুমেন্ট লাগতে পারে তা আবেদনের সময় করে নিতে পারবে। তেমন বড় কিছু নাহ।

এবার বলি কোন ক‌োন দেশে কি কি বৃত্তি দেয় তা নিয়ে। এটা বেশ গুরুত্বপূর্ণ আলাপ সালাপ বলা যেতে পারে।

১) প্রথমেই আসি পাশের দেশ India এর ICCR এর বৃত্তির কথা। তবে এর জন্য IELTS লাগে নাহ। Indian embassy নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। এটার খোঁজ পাবেন এখানে facebook.com/IndiaInBangladesh বা সাবেক শিক্ষার্থীদের গ্রুপ facebook.com/groups/BSAII/ এখানে। এমনকি শিক্ষামন্ত্রালয়ের সাইটেও পাবে shed.gov.bd

২) Stipendium hungaricum scholarship এটা Hungary এর সরকারি বৃত্তি। এটার খোঁজ শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd। প্রতি বছর ডিসেম্বরে শুরু হয় আবেদন। ২০১৯ সাল থেকে হচ্ছে। ৪০ জনের মত নেয় প্রতিবছর Undergrad এ।

৩) Turkish burslari scholarship এটা Turkey এর সরকারি বৃত্তি। এখানে পাবে এটার খোঁজ turkiyeburslari.gov.tr আবার এই গ্রুপেও ঢু মারতে পারেন facebook.com/groups/331137687085930

৪) জাপানের MEXT scholarship। এটার খোঁজ শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd। প্রতি বছর নেয়।

৫) দক্ষিণ কোরিয়ার বৃত্তি। খোঁজ শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd

৬) Sri-lanka, Indonesia এর সরকারি বৃত্তি। খোঁজ শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd

৭) Chinese Government Scholarships এটাও শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd। প্রতি বছর ডিসেম্বরে আবেদন শুরু হয়। এবার ১৬ জনের মত নিয়েছে। প্রতি বছর এটার vary করে।

৮) Malaysia, Thailand এর কিছু বিশ্ববিদ্যালয় বৃত্তি দিয়ে থাকে। এসবের জন্য বিভিন্ন পোর্টালে খোঁজ খবর নিতে পারো। opportunitiesforyouth.org, facebook.com/opportunitiesforyouth, oyaop.com এছাড়াও বিভিন্ন পোর্টাল আছে। গুগল করলেই পাবে।

৯) Middle East এর কিছু বিশ্ববিদ্যালয়ও বৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন পোর্টালে ঘাটাঘাটি করলেই তথ্য পাবে।

১০) Russian scholarship এটার খোঁজ পাবেন facebook.com/rcsc.bd/ এখানে।

১১) Brunei এর সরকারি বৃত্তি পাওয়া যায়। এটাও শিক্ষামন্ত্রালয়ের সাইটে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সেকশনে পাবে shed.gov.bd। প্রতি বছর ডিসেম্বরের দিকে আবেদন শুরু হয়। তবে খুব কম শিক্ষার্থী নেয়। Undergrad এ ৬-৭ জনের মত।

তবে ভারত ছাড়া বাকি সব কটিতেই IELTS প্রয়োজন পড়ে। হয়ত আবেদন করতে পারলেও Selected হতে IELTS লাগবেই।

এছাড়া USA, Canada, Australia, England এ বৃত্তি পাওয়া যায় Undergrad পর্যায়ে তবে সেটা খুবই কম। পেলেও সেখানে SAT-I বা SAT-II এর requirement থাকে। বা বিভিন্ন extra-curricular activities চায়। যেমন Harvard, Yale, MIT বা Ivy league এর বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন extra-curricular activities এ অংশগ্রহণ কৃত শিক্ষার্থী চায়। যেমন বিভিন্ন Olypiad এ অংশগ্রহণ বা অংশগ্রহণ করে সম্মাননা পাওয়া। তবে এটা বৃত্তির জন্য। Self-finance এ যোগ্যতা থাকলে পড়তে পারবে।

USA তে University search এর জন্য collegeboard.org এর সাইটটি বেশ কাজের। এ ছাড়া Dhaka তে American Center, EMK Center (facebook.com/EMKCenter/) এর ঢু মারলে অনেক তথ্য পাবে। তারা US govt এর অফিসিয়াল বলতে গেলে। বিনা পয়সায় সাহায্য করবে তারা।

এছাড়া অনেকেই তথ্য অভাবে মালয়েশিয়া বা থাইল্যান্ডের মত জায়গাতে পড়তে যেতে পারে না। অথচ বাংলাদেশে বেসরকারিতে পড়ার টাকা দিয়ে সেখানকার ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। এজন্য IELTS থাকলে অনেক সুবিধা পাবে। আর Google তো আছেই তাহলে Agency কেন? IELTS দিয়ে নিজে নিজেই আবেদন শুরু করে দিতে পারো। আর facebook.com/groups/HigherStudyAbroad/, facebook.com/groups/nextop.usa/, facebook.com/groups/bsfg.official/ সহ বিভিন্ন গ্রুপ আছে। পোস্ট করলে যে কেউ সাহায্য করবে। তবে হ্যাঁ Germany তে পড়তে বেশ কষ্ট হবে কারণ ওরা 13 grade চায় মানে তোমাকে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১ বছর পড়ে সেটা দেখাতে হবে। এটা বেশ ঝামেলার এবং ব্যয় বহুল।

আর শেষে বলে দেই প্লানিং কিভাবে করবে? বিদেশে পড়ার জন্য Determind হলে HSC এর পরই IELTS এর প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে। বিভিন্ন গ্রুপ IELTS এর প্রস্তুতি কিভাবে নিবে তা নিয়ে হাজারও আর্টকেল আছে পড়ে নিতে পারো।একটু দুর্বল হলে ঢাকাতে এসে বিভিন্ন কোচিং MOC IELTS exam দিয়ে নিজেকে ঝালিয়ে নিয়ে পরীক্ষা দিবে। November এর শেষ দিক থেকে উপরের স্কলারশিপ গুলোতে আবেদন করতে থাকবে।

আর লাদ খাওয়া মাল হলে মানে কোথাও না চান্স পেয়ে থাকলে করতে পারো শেষ চেস্টা হয়ত হয়ে গেলেও হতে পারে।

এই তো শেষ। হয়ত আজকের পাঠক হিসাবে তুমি বিশ্বের কোথাও ভর্তি হয়ে আমাকে ভার্চুয়ালি সারপ্রাইজ দিবে।

লেখকের পরিচয়:
S M Sarwar Nobin
Jahangirnagar University থেকে Computer Science and Engineering স্নাতক শেষ করেছি। এখন মাস্টার্সে অধ্যায়নরত। তবে উচ্চশিক্ষার আগ্রহটা মরে যায় নাই। হয়ত শীঘ্রই কপালে কিছু জুটলেও জুটতে পারে। চেস্টা করছি আরকি!

আমাকে facebook.com/smsnobin77 বা linkedin.com/in/smsnobin77 এ ফলো করতে পারেন। আমি মাঝে সাঝেই বিভিন্ন কিছু নিয়ে ব্লগ লিখি। পড়তে পারেন সময় হলে।

--

--

S M Sarwar Nobin
S M Sarwar Nobin

Written by S M Sarwar Nobin

Graduate Research Assistant at UTRGV, USA and Freelance Email Signature Developer

No responses yet