Abroad Life Series — 04 — বাংলাদেশী Sim Card Roaming এর হাল হকিয়ত
--
আমি যেহেতু GP এর ব্যবহারকারী তাই সেটা নিয়েই বলা ভালো। GP তে যে কোন Roaming করতেই Credit Card আবশ্যক। তবে এক্ষেত্রে নিজের Credit Card নাহ হলে আপনি যার Credit Card ব্যবহার করবেন তাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ যার ই Credit Card হোক না কেন তা Dual Currency (USD) হতে হবে + Passport এ Endorse করা থাকতে হবে + Online Payment Gateway Open থাকতে হবে। এখানে তাদের বিভিন্ন প্রকার Roaming Service আছে দেখতে পারেন: grameenphone.com/personal/services/roaming/roaming-packages আমি নিজে Basic Roaming করেছিলাম। তবে একজন tech savvy হিসাবে আমার Standard Roaming নেওয়া উচিত ছিলো। এটা চরম বিপদের দিনে কাজে লাগে। যদিও আমি সেদিন কিছুটা আশ্চর্য হয়েছি Mexico তে Internet এর রেট দেখে। GP তে Mexico তে TK 500/MB চার্জ করে!! ভাবা যায়!!
GP এর Roaming করতে আমি GP House এর নিচে গিয়েছিলাম। GP House ছাড়া সম্ভবত GP এর Gulshan Service Center এও এ সেবা দেয়। এ ছাড়া জেলা সদরে কোথায় দেয় তা জানা নেই। Roaming নিয়ে তথ্য জানতে আপনারা insta.service@grameenphone.com এতে মেইল করেও জানতে পারেন। তারা Weekday তে দ্রুতই Reply করে।
Roaming করার কিছু কারণঃ
1. যেহেতু বাংলাদেশেও এখন Number Recyle হয় কিছু সময় পর। তাই Roaming থাকলে ওই নম্বর কখনোই Recyle হবে নাহ।
2. Techie Person বলে বিভিন্ন Two Factor Authentication code ফোন নম্বরে যায়। এসব সব সময় পেতে Roaming এর বিকল্প নেই। বারবার বিভিন্ন দেশে যেয়ে সেখানে নম্বর পরিবর্তন করা এধরণের সমস্যা। তাই কোন Fixed নম্বর থাকলে সুবিধা। তবে যদি আপনি আমার মত উড়নচন্ডী নাহ হন তাহলে এসব Roaming তেমন গুরুত্বপূর্ণ নাহ।
3. Bank Account, Bkash এখন অনেক ব্যক্তিগত তথ্যের সাথে ফোন নম্বর যুক্ত থাকে। তাই নম্বর বেহাত হওয়া Security এর জন্যও একটা ভয়ের কারণ।
Roaming এর কিছু সর্তকতাঃ
1. MNP এর আওতায় অপারেটর পরিবর্তন করে অন্য অপারেটরে যেমন Robi তে Debit Card দিয়েও করা যায়। কিন্তু সমস্যা হল MNP তে 2FA code গুলো পাস হয় নাহ বেশির ভাগ সময় Roaming এ। চরম বিপদে পড়তে হয়। এটা বেশ কাঠ খড় পোহায়ে তথ্যটা বের করেছিলাম। আমি Debit Card দিয়ে Roaming করতে Robi তে বেশ যোগাযোগ করেছিলাম।
2. Roaming এ Voice/Data Service এ প্রচুর টাকা কাটে তাই এজন্য সর্তক থাকতে হবে। এতে Incoming কলেও টাকা কাটে। এর চেয়ে Voip সেবা যেমন Skype, Viber ব্যবহার করা অনেক লাভ জনক।
অন্যদিকে Robi ছাড়া অন্য Operator যেমন Banglalink, Teletalk এও Credit Card লাগে চেক করেছিলাম।
সবশেষে একটা কথাই বলব Roaming করতে যেয়ে কিছু নাহ বুঝলে শেষ মেষ সিম অফ করে রাখবেন টাকা কাটার জন্য। তাই করা ভালো কিন্তু বুঝে সুঝে ব্যবহার করবেন। নাহ হলে দেখা যাবে ১-২ সপ্তাহতেই ১-২ হাজার টাকা বিল তুলে ফেলেছেন!
আর Roaming এ মাসে কেমন বিল উঠবে এটা সম্পূর্ণ আপনার খরচের উপর নির্ভর করবে। সেটা মাসে “0” টাকাও হতে পারে আবার কয়েক হাজার টাকাও হতে পারে।
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_abroad_life দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
S M Sarwar Nobin
MS Student and Graduate Research Assistant (Computer Science),
University of Texas Rio Grande Valley, Texas, USA
শুভ কামনা সবাইকে
#smsnobin77_abroad_life